অমিত সরকার, কোচবিহার, ইন্ডিয়া নিউজ বাংলা : নিয়োগের দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসল ২০১৪ সালের প্রাইমারি টেট নন ইনক্লুডিং প্রার্থীরা। তাঁদের অভিযোগ ২০১৪ সালের প্রাইমারি নিয়োগ না করে কীভাবে প্রশ্ন ২০১৭ সালের রেজাল্ট বের করে দিল সরকার। তাই নিয়োগের দাবিতে আজ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আশ্বাস দিয়েছিলেন তারপরেও তাঁদের নিয়োগ এখনও পর্যন্ত হয়নি। অবস্থান-বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। দ্রুত নিয়োগ না হলে আগামী দিনে পরিবার-সহ আত্মহত্যার পথ বেছে নেবেন বলেও হুঁশিয়ারি দিলেন প্রাইমারি টেট নন ইনক্লুডিং প্রার্থীরা।
নিয়োগের দাবিতে কোচবিহারে বিক্ষোভ প্রাইমারি টেট প্রার্থীদের Demonstration demanding jobs in Cooch Behar
——-
Published by Subhasish Mandal