সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : পানীয় জলের হাহাকার মেটানোর প্রতিশ্রুতি পূরণ না করায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বিধানসভা ভেটের সময়ে দেওয়া প্রতিশ্রুতি মতো গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান হয়নি। একই রকম ভাবে হচ্ছে না গ্রামের রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার উন্নতি। এরই প্রতিবাদে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর পঞ্চায়েতের চোটখণ্ড গ্রামের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। ভোটের সময়ে দেওয়া প্রতিশ্রুতির কথা বিধায়ক প্রথমে অস্বীকার করেন। শেষে গ্রামবাসীদের চাপে বিধায়ক প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করে নেন।
চোটখণ্ড গ্রামে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য Demonstration against TMC MLA in Memari
মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের লাগোয়া গ্রাম চোটখণ্ড। এই গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। গ্রামের অধিকাংশ রাস্তাই কাঁচা। নিকাশি ব্যাবস্থা ভালো না থাকায় বর্ষায় চোটখণ্ড গ্রামের মানুষজনের দুর্ভোগ চরমে ওঠে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিধানসভা ভোটে প্রার্থী হয়ে মধুসূদন ভট্টাচার্য আমাদের চোটখণ্ড গ্রামে প্রচারে আসেন। ওই সময়ে গ্রামের মন্দির তলায় বসে মধুসূদনবাবু প্রতিশ্রুতি দিয়ে যান ভোটে জিতলে তিনি হয় পিএইচই নয়তো সজল ধারা প্রকল্পে চোটখণ্ড গ্রামে পানীয় জলের ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি এলাকার উন্নয়নেও উদ্যোগ নেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটে জিতে বিধায়ক হয়ে যাবার পর মধুসূদনবাবু তাঁর দেওয়া সব প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছেন। পানীয় জলের হাহাকার আজও চোটখণ্ড গ্রামে রয়েই গিয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিধায়ক মধুসূদনবাবু যখন চোটখণ্ড গ্রামে আসেন তখন গ্রামের সকলে তাঁর কাছে পানীয় জলের ব্যবস্থা না হওয়ার কথা তুলে ধরেন। ভোটের সময়ে দেওয়া প্রতিশ্রুতির কথাও বিধায়ককে স্মরণ করিয়ে দেন। ওই সময়ে বিধায়ক প্রতিশ্রুতি দেওয়ার কথা অস্বীকার করলে সবাই তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। পরে প্রতিশ্রুতি দেওয়ার কথা স্বীকার করে নিয়ে বিধায়ক পানীয় জলের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে যান।
——-
Published by Subhasish Mandal