Thursday, November 21, 2024
HomeউৎসবDanish Governor’s House in Serampore নবনির্মিত শ্রীরামপুর ডেনিশ গভর্নর হাউসে সংগ্রহশালার উদ্বোধন

Danish Governor’s House in Serampore নবনির্মিত শ্রীরামপুর ডেনিশ গভর্নর হাউসে সংগ্রহশালার উদ্বোধন

পলাশ চক্রবর্তী, হুগলি, ইন্ডিয়া নিউজ বাংলা: Danish Governor’s House in Serampore ১৭৭০ শ্রীরামপুরে দিনেমার প্রশাসনিক প্রধান কার্যালয় গড়ে তোলে ডেনিশ গভর্মেন্ট। কালের নিয়মে এই ভবনটি ভগ্নদশায় পরিণত হয়। মাঝে-মধ্যেই এই ভবনটি সংস্কার হয়। বহু ইতিহাসের সাক্ষী এই গভর্নর হাউসকে আবার শ্রীরামপুরবাসীর সামনে নিয়ে আসতে ব্যবস্থা করল ডেনমার্ক সরকার।

প্রাচীনত্ব বজায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে একেবারে নতুন ভাবে সেজে উঠেছে শ্রীরামপুর ডেনিশ গভর্নর হাউস। এখানে শ্রীরামপুরের ডেনিশ গভর্নর কর্নেল বাই-এর বাসভবনটি সংস্কার করে আজ সেখানে একটি প্রদর্শনীশালা তৈরি হল।

শুক্রবার এই ভবনটি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন ডেনমার্ক মিউজিয়ামের প্রধান বেন্টলে উলফ, ভারতের নিযুক্ত ডেনমার্ক রাষ্ট্রদূত, হেরিটেজ কমিটির চেয়ারম্যান শুভাপ্রসন্ন, শ্রীরামপরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় এবং শ্রীরামপুরের পুরসভার প্রধান গিরিধারী সাহা-সহ একাধিক প্রশাসনের কর্তাব্যক্তিরা।

Danish Governor’s House in Serampore

আরও পড়ুন : Woman give birth in train  চলন্ত ট্রেনে জন্ম নবজাতকের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular