Friday, November 8, 2024
Homeরাজ্যমালদাCPIM district conference in Malda ‘একলা চলো নীতি না জোট, এখনও সিদ্ধান্ত...

CPIM district conference in Malda ‘একলা চলো নীতি না জোট, এখনও সিদ্ধান্ত হয়নি’, মালদায় বললেন মহম্মদ সেলিম

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : CPIM district conference in Malda আসন্ন পুরো নির্বাচনে একলা চলো’র সিদ্ধান্ত এখনও হয়নি। জোটের মাধ্যমে পুর নির্বাচনে দল সামিল হবে কিনা, তা এখনও আলোচনা সাপেক্ষ। বুধবার মালদায় সিপিআইএমের জেলা সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন দলের প্রাক্তন সংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম।

এদিন মালদা শহরের টাউন হল প্রাঙ্গণে সিপিআইএমের ২৩তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধ এবং বৃহস্পতিবার দুইদিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সিপিআইএমের প্রয়াত নেতা কমরেড শ্যামল চক্রবর্তী নামে সম্মেলনের নগর মঞ্চ গড়ে তোলা হয়েছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক অম্বর মিত্র, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ-সহ অন্যান্য নেতা-নেত্রীরা। করোনা সংক্রমণের মধ্যে সব রকম সরকারি বিধিনিষেধ মেনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে দাবি সিপিআইএম নেতৃত্বের।

সবটাই নির্ভর করছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ওপর CPIM district conference in Malda

আরও পড়ুন : BJP leader Samik Bhattacharya warned TMC ‘তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি বিরোধী দলের উপর আক্রমণ করা’, বারাসতে তোপ শমীকের

সম্মেলনে উপস্থিত প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম বলেন, ‘নির্বাচনের কৌশলী সাম্প্রতিক ভাবেই হয়ে থাকে। পুর নির্বাচন যেহেতু জেলাভত্তিক বিভিন্ন এলাকাকে কেন্দ্র করে হয়ে থাকে, তাই এই নির্বাচনের অনেকটাই গুরুত্ব রয়েছে। তবে সিপিআইএম এই মুহূর্তে একলা চলো নীতি অবলম্বন করবে, না জোটের মাধ্যমে নির্বাচনের শামিল হবে তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবটাই নির্ভর করছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ওপর’।

প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম আরও বলেন, ‘রাজ্যে ক্ষমতাকেন্দ্রিক কাজ করতে চাইছে শাসকদলের সরকার। যা কেন্দ্রের ক্ষেত্রেও একই অবস্থা। দীর্ঘদিন ধরে পুর নির্বাচন না হয়ে প্রশাসক ক্ষমতায় বসিয়ে কাজ করানো হচ্ছে। এক্ষেত্রে নাগরিকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই ব্যাপারে দ্রুত নির্বাচন করা অত্যন্ত জরুরি’। এই সম্মেলন গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এদিন সব রকম সরকারি বিধি মেনেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে দলের সাংগঠনিক গুরুত্ব এবং মজবুত করার ক্ষেত্রে দু’দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular