অনুপ রায়, হাওড়া, ইন্ডিয়া নিউজ বাংলা : স্কুলে ভর্তির সময় অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে ডোমজুড়ের বেগড়ী হাইস্কুলে বিক্ষোভ। ওই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র ভর্তির সময় সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি ২৪০ টাকার বদলে কারও থেকে ৫০০ টাকা, আবার কারও থেকে ৬০০ টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। যদিও স্কুল থেকে ২৪০ টাকার রশিদ দেওয়া হচ্ছিল। এই নিয়ে একশ্রেণির অভিভাবক কার্যত ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন। আজ স্কুলের সামনে অভিভাবকরা এবং এসএফআই কর্মীরা বিক্ষোভ দেখালে বেশ কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি ২৪০ টাকার বদলে বেশি নেওয়ার অভিযোগ Chaos over school admissions in Domjur
আরও পড়ুন : Attempt to break ATM in Jalpaiguri এটিএম ভাঙার চেষ্টা! সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতীর কাণ্ডকারখানা
স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। অভিভাবকদের অভিযোগ স্কুলে আংশিক শিক্ষকদের মাইনে এবং উন্নয়নের নামে অতিরিক্ত টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। যদিও ২৪০ টাকার রশিদ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। স্কুল কমিটির সভাপতি শামসুদ্দিন লস্কর স্বীকার করেছেন অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। তবে তা অনুদান হিসেবে স্কুল উন্নয়নের জন্য। তবে যাঁরা দিতে পারছেন না তাঁদের থেকে জোর করে নেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন। এই নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
—–
Published by Subhasish Mandal