Monday, May 20, 2024
Homeরাজ্যজলপাইগুড়িBoycott vote on street demands রাস্তার দাবিতে ভোট বয়কট বাসিন্দাদের

Boycott vote on street demands রাস্তার দাবিতে ভোট বয়কট বাসিন্দাদের

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা, Boycott vote on street demands আগে রাস্তা পরে ভোট। রাস্তা ঠিক না হলে রীতিমত ভোট বয়কটের হুমকি দিয়ে আন্দোলনে জলপাইগুড়ি পুরসভার ৩ নং ওয়ার্ডের সেন পাড়ার কালীতলা রোডের বাসিন্দারা।

আরও পড়ুন : Raju Banerjee in Burdwan campaign ‘ইতিহাসে ফাঁসির রানি চিহ্নিত হবেন মমতা’, বেনজির আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন : Adhir Chowdhury on School Privatization রাজ্যে স্কুল বেসরকারিকরণ নিয়ে কী বললেন অধীর চৌধুরী, শুনুন

২০ বছর ধরে বেহাল দশা রাস্তার Boycott vote on street demands 

বৃহস্পতিবার দুপুরে ভাঙা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন এলাকার ভুক্তভোগীরা বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় ২০ বছর ধরে এলাকার রাস্তার বেহাল দশা। পুরসভায় বারবার অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। শুধু আশ্বাস মিলেছে। পুরসভার ভোট আসলে নেতারা শুধু ভুরি ভুরি আশ্বাস দেন। ভোট মিটতেই আর নেতাদের দেখা মেলে না। রাস্তা ও নর্দমা বলে কিছুই নেই এলাকায়। নর্দমার নোংরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ফলে বাড়ছে মশা, মাছির উপদ্রব। অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে সমস্ত রকম ভোট বয়কটের ডাক দিয়েছেন কালীতলা রোডের বাসিন্দারা।

___

Published by Julekha Nasrin

 

 

 

 

 

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular