Friday, November 22, 2024
Homeরাজ্যনদিয়াBlood bank corruption in Nadia ব্লাড ব্যাঙ্কে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যকর্মী! নদিয়াজুড়ে প্রতিবাদ, ডেপুটেশন...

Blood bank corruption in Nadia ব্লাড ব্যাঙ্কে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যকর্মী! নদিয়াজুড়ে প্রতিবাদ, ডেপুটেশন সামাজিক সংগঠনের

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : হাসপাতালের রক্ত পাচারকারী ও অর্থের বিনিময়ে অসাধু কারবারির সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বদলি করে আনা যাবে না। এই দাবিতে নবদ্বীপ হাসপাতালের সুপার-সহ ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও নবদ্বীপ থানায় লিখিত আকারে স্মারকলিপি জমা দিল নবদ্বীপের একাধিক সামাজিক সংগঠন। পাশাপাশি রক্তের কালোবাজারির মতো দুর্নীতি করেও কোনও শাস্তি না হওয়ার প্রতিবাদে কৃষ্ণনগরে জেলা স্বাস্থ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করল মানবাধিকার এবং জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কর্মীরা।

ব্লাড ব্যাঙ্কে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যকর্মী! নদিয়াজুড়ে প্রতিবাদ Blood bank corruption in Nadia

কয়েক মাস আগে শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের কালোবাজারিতে নাম জড়িয়ে পড়ে কৌস্তব কুণ্ডু-সহ আরও এক ব্লাড ব্যাঙ্ক কর্মীর। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর শহর। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে জেলাশাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। মূলত ওই দুই অভিযুক্তকে শক্তিনগর জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক থেকে স্থানান্তরিত করে একজনকে নবদ্বীপ হাসপাতাল এবং অন্য জনকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা জামিন পেলেও আইনি প্রক্রিয়া চলছে ওই দুই রক্ত কেলেঙ্কারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল-সহ নবদ্বীপ পুলিশ প্রশাসন ও ব্লাড ব্যাঙ্ক প্রশাসনের কাছে লিখিত আকারে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

আরও পড়ুন : Lawyers and clerks strike in Gangarampur court গঙ্গারামপুর আদালত স্থানান্তরের দাবিতে ‘পেন ডাউন’ আইনজীবী ও ল’ক্লার্কদের

স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, বিগত দিনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাধারণ মানুষের স্বার্থে তিন মাস অন্তর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে প্রচুর পরিমাণে রক্ত তুলে দেন নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কের হাতে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সর্বদা তৎপর থাকেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। কিন্তু সব জেনেশুনে একজন রক্ত কেলেঙ্কারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীকে স্থানীয় ব্লাড ব্যাঙ্কে বদলি করা হলে আগামী দিনে সংগঠন একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির পুরোপুরি ভাবে বন্ধ করে দেবে বলেও জানানো হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। অবিলম্বে প্রশাসন তাঁদের দাবি মেনে না নিলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তাঁরা বলে এই দিন জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular