শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা: Blade attack in Baruipur বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড নিয়ে হামলা। হাসপাতালে নিয়ে গেলে ৩২টি সেলাই পড়েছে ক্ষতবিক্ষত পরীক্ষার্থীর শরীরে। আতঙ্কে পরীক্ষার্থীর পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
শনিবার সন্ধ্যায় বারুইপুর মল্লিকপুরের বাসিন্দা রাজপুর চৌহাটী হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মহম্মদ ফায়েজ আফজল আলি বাড়িতে পড়াশোনা করছিল। সেই সময় আচমকাই তাঁদের বাড়ির সামনে বেশ কিছু স্থানীয় যুবক বাজি ফাটাচ্ছিল। বাজির আওয়াজে পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় বাড়ির বাইরে এসে স্থানীয় যুবকদের বাজি ফাটাতে নিষেধ করে। এমনকী পরীক্ষার্থীর মাও যুবকদের কাছে অনুরোধ করে বাজি না ফাটানোর জন্য। পাশে কোথাও বাজি ফাটাবার জন্যও বলা হয়। তখনই ওই যুবকদের মধ্যে একজন পরীক্ষার্থীর মায়ের সামনে জানলার কাছে চকলেট বাজি ফাটায়। তখনই পরীক্ষার্থীর সঙ্গে স্থানীয় যুবকদের ধাক্কাধাক্কি শুরু হয়।
তারপরেই অতর্কিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ওপর ব্লেড নিয়ে হামলা করে দুজন। তাঁর ঘাড়ে, মাথা ও পিঠের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়। পরীক্ষার্থীর বাড়ির লোকজন দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় মহম্মদ ফায়েজ আফজল আলিকে। সেখানে তাঁর মাথায় ও শরীরে প্রায় ৩২টি সেলাই পড়েছে। রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরীক্ষার্থীর পরিবার। বাড়ির সামনেই এই হামলার শিকার হয়ে আতঙ্কের মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর পরিবার। পরীক্ষার্থীর পরিবার দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
Blade attack in Baruipur
————
Published by Subhasish Mandal