Thursday, September 12, 2024
HomeখেলাFootballer dies in Nadia ফুটবল খেলতে খেলতেই মৃত্যু প্রতিভাবান তরুণ ফুটবলারের, শোকের...

Footballer dies in Nadia ফুটবল খেলতে খেলতেই মৃত্যু প্রতিভাবান তরুণ ফুটবলারের, শোকের ছায়া কৃষ্ণনগরে

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা: Footballer dies in Nadia ফুটবল খেলতে খেলতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত ফুটবলারের নাম দেবজ্যোতি ঘোষ, বয়স আনুমানিক ২৬ বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এলাকায়।

জানা যায় নদিয়ার কৃষ্ণনগরের চৌরাস্তা সুকুল রোডের বাসিন্দা দেবজ্যোতি ঘোষ। ছোট থেকেই ফুটবলের প্রতি ভীষণ আগ্রহ। ফুটবলের ভালোবাসায় তাঁকে কলকাতায় পৌঁছে দিয়েছিল। কয়েক দিন আগেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার জন্য চুক্তি করেছিল। এলাকাতেও ভীষণ প্রতিভাবান ফুটবলার হিসেবেই পরিচিত ছিল ওই যুবক। কলকাতাতে রেলওয়ে এফসির হয়ে খেলত সে। কৃষ্ণনগরে নিজের ক্লাবের হয়ে একটি টুর্নামেন্ট খেলার জন্য এদিন বাড়ি এসেছিল।

গতকাল ছিল ধুবুলিয়া পাড়ায় ফুটবল টুর্নামেন্ট। সেখানে নবদ্বীপের একটি টিমের বিপক্ষে সেমিফাইনাল খেলছিল দেবজ্যোতি। ফুটবল খেলতে খেলতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা করার পর ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। শক্তিনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে ফুটবলের মাঠে। কৃষ্ণনগর ক্লাবের ফুটবল কোচ পার্থ বিশ্বাস বলেন, ছোট থেকেই দেবজ্যোতির ফুটবলের প্রতি খুব শ্রদ্ধা ছিল। কীভাবে ওর বাড়ির লোককে সামলাব সেটাই বুঝে উঠতে পারছি না।

Footballer dies in Nadia

আরও পড়ুন : Footballer’s death on field খেলার মাঠে মৃত্যু উদীয়মান ফুটবলারের,বাংলার ফুটবলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আরও পড়ুন : Blade attack in Baruipur বাড়ির সামনে বাজি ফাটাতে নিষেধ করায় ব্লেড নিয়ে আক্রমণ, ৩২টি সেলাই পড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular