তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : BJP published ‘Sankalp Patra’ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের ‘সংকল্প পত্র’ প্রকাশ করল। এই সংকল্প পত্রে একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে যা আগামী দিনে ইসলামপুর শহরের উন্নয়নের জন্য করবে বিজেপি। যেমন বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল, সিসিটিভি ক্যামেরা, যানজটমুক্ত শহর, টোটো-ভ্যান-রিকশা চালকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইশতেহার বা সংকল্প পত্রে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী-সহ বিজেপির ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা।
ইসলামপুর পৌরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি BJP published ‘Sankalp Patra’
রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ‘বিজেপি জিতে এলে এই সংকল্প পত্র প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধান করবে। তার প্রমাণ পাওয়া গেছে দিল্লি আর মুম্বইতে। সেখানে সরকারে রয়েছে অন্য রাজনৈতিক দল কিন্তু সেখানকার পৌরনিগমের দায়িত্ব মানুষ দিয়েছে বিজেপিকে। আমরা সেখানে ভালো মতন চালাচ্ছি। ৩৭ বছর অন্য কাউকে দেখেছেন, এবার মানুষকে ভোট দিতে দিন। ইসলামপুর পৌরসভা বিজেপি সুন্দর ভাবে চালাবে।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইসলামপুর পৌরসভা চালাব।’
BJP published ‘Sankalp Patra’
আরও পড়ুন : Leftists protest Anis’s assassination আনিশ যদি তৃণমূলের কেউ হতেন তবেও আমরা প্রতিবাদ করতাম : দীপ্সিতা
———–
Published by Subhasish Mandal