Thursday, September 19, 2024
Homeরাজ্যউত্তর ২৪ পরগণাBJP MLA threatens to 'encounter' 'এনকাউন্টারে'র হুমকি! চাঁদপাড়ায় বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

BJP MLA threatens to ‘encounter’ ‘এনকাউন্টারে’র হুমকি! চাঁদপাড়ায় বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : এবার ‘এনকাউন্টার’-এর হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির বিধায়ক। এদিন অবস্থান-বিক্ষোভ চলাকালীন প্রকাশ্যে মাইকে এ কথা বলতে শোনা যায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে৷ হুমকির সুরে বিধায়ক বলেন, বিজেপি ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করা হবে৷

ক্ষমতায় এলে পুলিশ দিয়েই এনকাউন্টার করা হবে BJP MLA threatens to ‘encounter’

আরও পড়ুন : Corruption in MNREGA project in Nandakumar block মনরেগা প্রকল্পে দুর্নীতি! পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে তিন মাসে তদন্তের নির্দেশ হাইকোর্টের  

মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা চলাকালীন দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাসে উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি ঘটনায় আক্রান্ত হয়েছেন রামপদ দাস। তারই প্রতিবাদে বুধবার দুপুরে চাঁদপাড়া বাজার এলাকায় পথ অবরোধের শামিল হন বিজেপি নেতা ও কর্মীরা। সেই অবরোধস্থলে দাঁড়িয়ে মাইকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘তৃণমূলের হার্মাদদের বলে দিতে চাই আমরা ক্ষমতায় এলে এই পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করা হবে’। প্রকাশ্যে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে৷ এ বিষয়ে তৃণমূলের দাবি, এই ধরনের রাজনীতি বিজেপি করে থাকে, অতীতে অন্যান্য রাজ্যে তার প্রমাণ মিলেছে৷

এদিন প্রায় ৩০ মিনিট গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া বাজারে যশোহর রোডের ওপর অবরোধ করে রাখেন বিজেপি কর্মীসমর্থকরা। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ উঠে যাবার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular