রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা: Bidhannagar Cyber Crime PS বিদেশের সংস্থার চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ। বড়সড় প্রতারণা চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। নয়ডা থেকে এক মহিলাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাজস্থানের বাসিন্দা পূর্নাংশু বোস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে তার সিভি আপলোড করেন। সেখান থেকে তাঁর কাছে একটি মেইল আসে এবং মিস পায়েলের সঙ্গে চাকরির জন্য যোগাযোগ করতে বলা হয়। সেই অনুযায়ী পায়েলের সঙ্গে যোগাযোগ করেন অভিযোগকারী।
পায়েল তাঁকে সিঙ্গাপুরের একটি সংস্থায় মার্কেটিং ডিপার্টমেন্টে কাজের প্রতিশ্রুতি দেয়। তার পরদিন তাঁর কাছে ওই সংস্থার টেকনিক্যাল হেড পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে এবং পূর্বের কাজের তথ্য জমা করতে বলে। পরবর্তীতে পায়েল তাঁকে ফোন করে জানায় মেডিক্যাল রিপোর্ট তৈরি করার জন্যে ১৪ হাজার ৭৫০ টাকা জমা করতে বলে, যেটি পরে চাকরি না পেলে ফেরত যোগ্য। সেই অনুযায়ী তিনি সেই টাকা জমা করেন। তার কিছুদিন পর আবারও তাঁকে ডিজিট্যাল সিভি তৈরির জন্যে টাকা জমা করতে বলে পায়েল। এইবার প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে সাইবার ক্রাইম থানার দারস্ত হন পূর্নাংশু বোস।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে সল্টলেকের সেক্টর ফাইভ একটি সংস্থা খুলে এই প্রতারণা চক্র চালাচ্ছে একটি সংস্থা। এই ঘটনায় আগে ৩ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিল এই প্রতারণা চক্রের মূল পান্ডা সৌমী ঘোষ। অবশেষে সূত্রে মারফত খবর পেয়ে নয়ডাতে হানা দেয় বিধাননগর সাইবার পুলিশের একটি দল। সেখান থেকে মূল অভিযুক্ত সৌমী ঘোষকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে।
আজ ধৃতকে বিধাননগর আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আরও কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
Bidhannagar Cyber Crime PS
আরও পড়ুন: Cyber Crime ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার এক
Published by Subhasish Mandal