আজ ভাইফোঁটা, সেই উপলক্ষে নদিয়ার বিভিন্ন মিষ্টির দোকানে লম্বা লাইন। এবার চেন্নাই এক্সপ্রেস, চাকিলা, চকোলেট মিষ্টি কিনতে গতকাল থেকেই মিষ্টির দোকানে ভিড় বোনেদের। তবে সাধ্যের মধ্যেই ইচ্ছেপূরণ করার উদ্যোগ নিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা।
আরও পড়ুন: Kali Puja 2024: বাংলার কালী ক্ষেত্র নদিয়ার শান্তিপুরে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়
তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন এ বছর প্রায় ৫০ রকমের মিষ্টি তৈরি করা হয়েছে। তাই অনেক ভাইয়ের পাতেই থাকবে রকমারি মিষ্টি।
তবে মিষ্টি তৈরির প্রধান কারিগররা জানচ্ছেন রীতিমতো রিসার্চ করে নতুন মিষ্টি তৈরি করা হয়েছে। তাই এবারের ভাইফোঁটার বাজারে বিভিন্ন ধরনের মিষ্টি অনেকটাই কিনবেন মানুষ। আর নতুন মিষ্টি পেয়ে খুশি ক্রেতারাও৷
তবে বর্তমান পরিস্থিতিতে যেভাবে প্রত্যেকটি জিনিসের অগ্নিমূল্য হয়েছে, তার প্রভাব কিন্তু রয়েই গিয়েছে৷ তবুও ভাইফোঁটায় ভাইয়ের পাতে নতুন মিষ্টির সম্ভার তুলে দিতে আজকের দিনে একটু পকেট হাল্কা করতে ভাবছেন না দিদিরা৷