বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলছে, এর ওপর আবার গত ২৫ জুলাই থেকে পর্যায়ক্রমে ছাড়তে শুরু করেছে ডিভিসি (DVC)। এরইমধ্যে শনিবার নতুন করে ১ লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি রেগুলেটরি কমিটি। যার ফলে দামোদরের নিম্নতীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
কী জানা গিয়েছে?
এরইমধ্যে জলস্তর বাড়ছে দামোদর, মুণ্ডেশ্বরী নদীতে। ডিভিসির জলে জলমগ্ন হতে চলেছে হাওড়া, হুগলির বেশ কিছুটা অংশ। এমতাবস্থায় শুক্রবার রাতেই বন্যা সতর্কতা জারি করে জল ছাড়া (DVC) শুরু হয়। জানা গিয়েছে, প্রথমে ২৪ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়। শনিবার সকালে ৪৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। শনিবার বিকেলে ৭৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়। রবিবার সকাল থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।
আরও পড়ুন : Rainfall in West Bengal : ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা; ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
এই পরিস্থিতিতে, সকল জেলাশাসকদের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে ভার্চুয়াল এক বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। জেলাস্তরের পাশাপাশি মহকুমা স্তরেও কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি রাজ্যের সেচ দফতরের সঙ্গে কথা না বলে ডিভিসি (DVC) যাতে জল না ছাড়ে তাও এই বৈঠকে স্পষ্ট করে দেন তিনি৷
এদিকে বিগত তিন দিন ধরে নিম্নচাপের হাত ধরে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভাসছে ড্যামগুলিও। সেই কারণে জলের চাপ মুক্ত করতে জল ছাড়া জরুরি হয়ে পড়েছে বলে মত একাংশের৷