রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেদপুর নাকা চেক পোস্ট থেকে অস্ত্র-সহ বিহারের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম মহম্মদ গুড্ডু (২৭)। ওই যুবকের বাড়ি বিহারের মধুবনী জেলায়। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং দুটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শাটার পিস্তল এবং দুটি কার্তুজ Arrested with weapons in Malda
আরও পড়ুন : Corona: Instructions to complete Second dose quickly করোনার টিকাকরণ দ্রুত শেষ করার নির্দেশ নবান্নের
প্রসঙ্গত গত পরশু রাত্রে হরিশ্চন্দ্রপুর থানার নাকের ডগায় থাকা একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ৪ সশস্ত্র যুবক ওই ডাকাতির ঘটনা ঘটায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এরপরই হরিশ্চন্দ্রপুর-বিহার সীমান্ত জুড়ে নাকা তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গতকাল রাত্রে বিহারের সীমান্তবর্তী এলাকায় কুমেদপুর নাকা চেক পোস্টে চেকিং চলার সময় সন্দেহভাজন এই যুবককে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ আধিকারিক। সেখানে ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনায় এই যুবক জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
——-
Published by Subhasish Mandal