গ্রেফতারি পরোয়ানা জারি হল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। একটি পুরোনো মামলায় বিজেপি সাংসদকে বিধাননগরের এমপি-এমএলএ কোর্ট তলব করেছিল, কিন্তু বারবার তিনি সেই তলব এড়িয়ে যান বলে অভিযোগ। যার জেরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা যায়।
কী ঘটেছে?
জানা গিয়েছে, ২০২৩ সালে সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয়। তাঁর বিরুদ্ধে মারধর, হিংসা ছড়ানো এমনকি শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। আদালতে চার্জশিটও পেশ হয়। এই ঘটনার তদন্তের কারণে একাধিকবার সৌমিত্র খাঁ-কে তলব করা হলেও তিনি হাজিরা এড়াতে থাকেন। এবার আগামী ৯ জুলাই তাঁকে ফের তলব করা হয়েছে। এবার তিনি হাজিরা না দিলে তাঁকে গ্রেফতারের নির্দেশও দিয়েছে এমপি এমএলএ আদালত।
আরও পড়ুন : Samserganj : হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠল সামশেরগঞ্জ?
উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসন থেকে সৌমিত্র খাঁ-এর কাছে হেরে যান তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ৫,৫৬৭ ভোটে জেতেন বিজেপির সৌমিত্র। ভোটযুদ্ধে সৌমিত্র জয়ী হলেও ফলাফল বের হতেই বিপাকে পড়েছেন তিনি।
আপাতত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে, আগামী শুনানিতে তিনি না এলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে আদালত।