রনজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা: ১০০ দিনের প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতির প্রতিবাদ করায় দু’জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের সঙ্গীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার মালদার গাজোল থানার সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাটনগর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ১০০ দিনের প্রকল্প দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপি কর্মীরা অভিযোগ তোলেন শাসকদলের পঞ্চায়েত প্রধানের সঙ্গীদের বিরুদ্ধে। প্রতিবাদের ফলস্বরূপ পঞ্চায়েত প্রধানের সঙ্গীদের হাতে আক্রান্ত হয়েছেন হাটনগর বুথের বিজেপি সভাপতি গৌতম সরকার। বসন্ত মণ্ডল নামে আরও এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Alligation of corruption in 100 days work against the ruling party শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আরও পড়ুন : Passengers blockade train at Ranaghat অস্বাস্থ্যকর! ট্রেন পাল্টে দেওয়ার দাবি তুলে অবরোধ রাণাঘাটে
বিজেপির অভিযোগ, হাট এলাকায় ১০০ দিনের প্রকল্পের চারটি স্কিমে কয়েক লক্ষ টাকা নয়ছয় করেছেন সরাইডাঙা পঞ্চায়েত প্রধান সঞ্জয় বেসরা ও তাঁর সঙ্গীরা। ভুয়ো মাস্টার রোল তৈরি করে ১০০ দিনের টাকা আশাকর্মী, ব্যবসায়ী, হাতুড়ে ডাক্তারদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। ২৭ ডিসেম্বর গাজোলের বিডিও এবং জেলাশাসকের কাছে অভিযোগ করেন বিজেপি নেতা গৌতম সরকার। গৌতমবাবুর অভিযোগের প্রেক্ষিতে ৩০ডিসেম্বর তদন্তে আসার কথা ছিল বিডিও-র। কিন্তু তার আগেই গৌতম সরকার ও বসন্ত মণ্ডল নামে ২ অভিযোগকারী বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে এনে মারধরের অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের সঙ্গীদের বিরুদ্ধে।
————–
Published by Julekha