Tuesday, September 17, 2024
Homeওয়েস্ট বেঙ্গলYear Ending Chill to stay, Cold wave in these Districts বর্ষশেষেও...

Year Ending Chill to stay, Cold wave in these Districts বর্ষশেষেও ঠাণ্ডার দাপট, শৈত্যপ্রবাহ এই জেলাগুলিতে

Year Ending Chill to stay, Cold wave in these Districts বর্ষশেষেও ঠাণ্ডার দাপট, শৈত্যপ্রবাহ এই জেলাগুলিতে

ই্ডিয়া নিউজ বাংলাঃ     ঠাণ্ডার দাপুটে ইনিংস চলছে। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে শহর থেকে জেলাবাসী। বড়দিনেও ঠান্ডা একই রকম থাকবে রাজ্যজুড়ে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহবিদেরা জানিয়েছেন, কাশ্মীরে দুটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করছে । এর ফলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তর-পশ্চিম ভারতে। তবে দুটি ঝঞ্ঝা বেশ দুর্বল। তবে দিল্লিতে ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিও হয়েছে। বঙ্গে অবশ্য তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বড়দিনেও ভালো ঠান্ডা থাকবে রাজ্যজুড়ে। ওইদিন শহরের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ১৩ ডিগ্রির আশেপাশে।

সোমবার শৈত্যপ্রবাহের দাপট দেখা গিয়েছিল পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য। বুধবার তেমন কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়াবিদরা মনে করছে ওই দিন থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শীতের লম্বা ইনিংস আপাতত বজায় থাকবে।

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular