Saturday, July 27, 2024
Homeওয়েস্ট বেঙ্গলPolice prevented Shuvendu Adhikari from leaving the house শুভেন্দু অধিকারীকে গৃহবন্দী করে...

Police prevented Shuvendu Adhikari from leaving the house শুভেন্দু অধিকারীকে গৃহবন্দী করে রাখার অভিযোগ

কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা

দলাীয় নেতা কর্মীদের নিয়ে বৈঠকের পর সল্টলেকের বাড়ি থেকে বের হওয়ার মুখে পুলিশের বাধার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দুর বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে তীব্র বাদানুনাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শুভেন্দু সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদারসহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর নেতৃত্বে বিজেপি দলের নেতাদের। পুরসভা নির্বাচন নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানানোর জন্য তাঁদের রাজভবনে যাওয়ার কথা ছিল। তার আগেই বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে গাড়িতে উঠতে বাধা দেওয়া হয়. বলে অভিযোগ। তবে দীর্ঘ বাদানুবাদের পর অবশেষে শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাত করেন তাঁরা।

রাজ্যপালে জগদীপ ধনকরের টুইট (Police prevented Shuvendu Adhikari from leaving the house)

রাজ্যপাল  জগদীপ ধনকর ও টুইটারে শুভেন্দুকে পুলিশের বাধা দেওয়ার কথা পোস্ট করেছেন। রাজ্যপাল  জানিয়েছেন শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বের তাঁর সঙ্গে দেখা করার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন কিন্তু পুলিশের বাধায় তারা আসতে পারছেন না। শুভেন্দু রাজ্যপালকে ফোনে এই অভিযোগ জানিয়েছেন।

https://twitter.com/jdhankhar1/status/1472529955430887425?t=JPIRl_Jsuu_AZN-huSfKnQ&s=08

শুভেন্দু অধিকারীকে গৃহবন্দী করে রাখার অভিযোগ (Police prevented Shuvendu Adhikari from leaving the house)

শুভেন্দু অধিকারীকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়িয়ে বিজেপি বিধায়ক ও নেতাদের নিয়ে বিকেলে বৈঠক করছিলেন। বেঠকের পর বাড়ি থেকে বের হওয়ার সময় পুলিশের বাধাার মুখে পড়ে বিরোধী দলনেতা।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular