Saturday, July 27, 2024
Homeরাজ্যHimachal Pradesh Weather Update Manali হিমাচল প্রদেশের মানালিতে মরশুমের প্রথম...

Himachal Pradesh Weather Update Manali হিমাচল প্রদেশের মানালিতে মরশুমের প্রথম তুষারপাত।

মানালি, ইন্ডিয়া নিউজ

Himachal Pradesh Weather Update Manali

মানালিতে মরশুমের প্রথম তুষারপাত

মরশুমে প্রথম তুষারপাত মানালিতে । হিমাচলের বিখ্যাত পর্যটন গন্তব্য মানালি। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ  শৈল শহর জুড়ে প্রবল তুষারপাত হয়েছ। পর্যটকরা  উপভোগ করেছেন সেই মনোরম। এই দৃশ্যের সাক্ষী থাকতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ মানালি পৌঁছেছে।

মানালিতে পর্যটকদের ঢল নেমেছে ( Weather Update Manali)

মানালির আশেপাশের পাহাড়গুলিতেও সারাদিন ভারী তুষারপাত হয়েছে। সন্ধ্যায় মানালির মল রোড ও আশেপাশের এলাকায় তুষারপাত শুরু হয়। তুষারপাত শুরু হতেই হোটেল থেকে পর্যটকরা বাইরে এসে উপভোগ করেন তুষারপাতের দৃশ্য। কচিকাচারা মেতে ওঠে বরফ টুকরো নিয়ে। মুখে হাসি ফুটেছে হোটেল ব্যবসায়ীদেরও।বেশ কয়েকদিন ধরে তুষারপাতের কারণে, মানালির কাছাকাছি পাহাড় ইতিমধ্যেই সাদা বরফের চাদরে ঢেকে গেছে।শুধুমাত্র মানালিই নয়, সিমলার আশেপাশে নারকাম্দা এবং কুফরিতেও তুষারপাত হয়েছে। বহু পর্যটক এই দৃশ্য উপভোগ করতে উপস্থিত হয়েছেন জায়গাগুলিতে।তুষারপাতের পর শৈত্যপ্রবাহের কারণে হিমাচলের রাজধানী সিমলাসহ রাজ্যের আটটি শহরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাসে পৌঁছেছে। কেলংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝড়ের কারণে অনেক জেলায় বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular