আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই প্রসঙ্গে জানিয়েছে জানিয়েছে কলকাতা পুলিশ। পোস্টে লালবাজারের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার সাহায্যে পাঁচ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
কী জানা যাচ্ছে?
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় একটানা আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। বুধবার মধ্যরাতে অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। আরজি করের সামনেও প্রতিবাদে সামিল হন বহু মানুষ। এসময় হঠাৎই একদল দুষ্কৃতী আরজি কর হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাতে থাকে বলে অভিযোগ। নষ্ট হয় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি, ওষুধপত্র। এমনকি, হাসপাতালের সামনে থাকা পুলিশ কিয়স্ক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, পুলিশের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। সংবাদমাধ্যমের বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়!
আরও পড়ুন : RG Kar Protest : মহিলা চিকিৎসককে ‘ধর্ষণ-খুনে’ তপ্ত বাংলা, আন্দোলন দেশজুড়ে
আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর মোট তিনটি মামলা রুজু করে পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে সেই সংখ্যাটা বেড়ে হয় ১৯।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এরই মাঝে এই ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পিছনে বাম-রাম আছে বলেও দাবি তাঁর। তিনি বলেন, এটা ছাত্রছাত্রীদের কাজ নয়। ঘটনার পিছনে বহিরাগতরা রয়েছে। এমনকি রাম-বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন মমতা। ঘটনার স্বপক্ষে তাঁর হাতে থাকা কয়েকটি ভিডিও’র কথাও বলেন তিনি।