Wednesday, September 11, 2024
HomeদেশRG Kar Protest : মহিলা চিকিৎসককে 'ধর্ষণ-খুনে' তপ্ত বাংলা, আন্দোলন দেশজুড়ে

RG Kar Protest : মহিলা চিকিৎসককে ‘ধর্ষণ-খুনে’ তপ্ত বাংলা, আন্দোলন দেশজুড়ে

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) সরব চিকিৎসকমহল থেকে শুরু করে সেলেব, আমজনতা। ১৪ অগাস্ট রাত দখলের আহ্বান জানিয়ে মধ্যরাতে রাস্তায় নামতে চলেছে মহিলারা। কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি জেলাগুলিতেও জমায়েত হবে বলে প্রচার চলেছে।

আলাদা করে কোনও সংগঠনের তরফে এই সব জমায়েতের (RG Kar Protest) ঘোষণা না করা হলেও প্রচারে এটা বলা হয়, শুধু মহিলারা নয়, পুরুষেরা অংশ নেবেন। সোমবার রাত এবং মঙ্গলবার গোটা দিন ধরে রাজ্যে বিভিন্ন প্রান্তে একই ধরনের কর্মসূচির পরিকল্পনা হবে বলে জানা গিয়েছে।

আরজি কর মেডিক্যালের (RG Kar Protest) আন্দোলনকারীদের সহমর্মিতা জানাতে বিভিন্ন হাসপাতালে বন্ধ রাখা হয়েছে আউটডোর পরিষেবা। আর এই প্রতিবাদের রেশ ছড়িয়ে পড়েছে দিল্লি, মুম্বই, পাটনা, নাগপুর সর্বত্র। দেশজুড়ে পথে নেমেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন : RG Kar News : ‘রাত দখল করুক নারীরা’, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে মেয়েরা

কী জানা যাচ্ছে?

বাংলার বুকে ঘটে যাওয়া এমন ঘটনায় স্তম্ভিত দেশ। জানা গিয়েছে, ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (FAIMA)মঙ্গলবার দেশজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে। বিক্ষোভে সামিল হয়েছেন পাটনা AIIMS-র চিকিৎসকরাও। পথে নামেন নাগপুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও। মুম্বইয়ে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়।

দিল্লি, পাটনা ছাড়াও পিজিআইএমএস রোহতক, মঙ্গলগিরি, পিজিআই চণ্ডীগড়, লখনউয়ের কেজিএমইউ, ভুবনেশ্বর, ভোপাল, ঋষিকেশ, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশের জুডা সহ একাধিক হাসপাতালে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular