সাম্যজিৎ ঘোষ,ইন্ডিয়ান নিউজ বাংলা: Richa Ghosh scores fastest ODI fifty ভারতের মহিলা ক্রিকেটে নতুন নজির গড়লেন বাংলার রিচা ঘোষ। ওয়ান ডে- তে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি করলেন। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই অনন্য নজির গড়লেন রিচা। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ আজ যেভাবে রান করেছেন ওয়ানডেতে তা দুর্দান্ত ছিল এবং ক্রিকেটমহলের পাশাপাশি ক্রিকেট ফ্যানরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
ভারতের মহিলা ক্রিকেটে নতুন নজির গড়লেন বাংলার রিচা ঘোষ
বাংলার ডানহাতি এই ব্যাটার মাত্র ২৬ বলে ৫০ রান ছুঁয়েছেন, যা কোনও ভারতীয় মহিলা খেলোয়াড়ের দ্রুততম ওডিআই হাফ সেঞ্চুরি । এই রেকর্ড আগে বেদা কৃষ্ণমূর্তির দখলে ছিল, যিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২ বলের হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু রিচা বড় ব্যবধানে রেকর্ডটি ভেঙে দিয়েছেন।
বিশ্বকাপে ভারতের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন রিচা ঘোষ
টুইটারে ভারতীয় অনুরাগীরা ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কিছুটা হতাশ হলেও, তরুণ ভারতীয় ক্রিকেটারদেরও আইসিসি র্যাঙ্কে উপর দিকে উঠে আসতে দেখে তারা উৎসাহী হয়েছে। রিচা ঘোষ এবং মেঘনা আসন্ন বিশ্বকাপে ভারতের জন্য এক্স-ফ্যাক্টর হতে পারে।
এই মুহুর্তে ভারতের জন্য আসল সমস্যা হল তাদের বোলিং, যা এখন পর্যন্ত নিউজিল্যান্ড সফরে সর্বত্র ছিল।
ব্যাটিংয়ের দিক থেকে নতুনদের কেউ কেউ আশাপ্রদ লক্ষণ দেখিয়েছেন। তবে রিচা ঘোষের দ্রুত হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়ার পরে টুইটার কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা এখানে দেখে নেওয়া যাক-
26 ball 50 for Richa Ghosh ? Sensational batting https://t.co/9WdUWJDH6o
— Women's T20 Challenge (@wiplt20_) February 22, 2022
Richa Ghosh, What a talent, India was 19 for 4 and she smashed fifty from just 26 balls – one of the crazy knocks by an India Women batter.
— Johns. (@CricCrazyJohns) February 22, 2022
Richa Ghosh now has the fastest fifty for India in Women's ODIs (26 balls). What an impressive performance. Has the ability to hit big hundreds too. Superstar
— Sarang Bhalerao (@bhaleraosarang) February 22, 2022
Brilliant 50 from Richa Ghosh. To come in at 19/4 after 4.4 overs and score runs at 11+ per over, is a freak effort. Absolutely magnificent.
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) February 22, 2022
সন্দেহ নেই ঝুলন গোস্বামীর পর আরও এক বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেটে রাজত্ব করছেন এবং বিশ্ব ক্রিকেটের উঠতি তারকা হয়ে উঠছেন তা নিয়ে বলার অবকাশ রাখেনা।
Published By Samyajit Ghosh