সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: মোহনবাগান ক্লাবের মাঠে শনিবার এক অদ্ভুত ঘটনা ঘটল। ক্লাব তাঁবুর বাইরে এক দল সমর্থক মারামারি শুরু করেন এবং হাতে ক্রিকেট ব্যাট, লাঠি নিয়ে মারামারি হয়। রক্তাক্ত হলেন অনেকেই। কিন্তু কে বা কারা করল তা নিয়ে কোনো সদুত্তর পাওয়া গেল না। ক্লাব কর্তারা বলছেন তারা ক্লাবের ভেতরে সভায় ছিলেন। কিন্তু বাইরে কারা এসব করেছে তা তারা জানেন না। পরে পুলিশ এসে জনতাকে হটিয়ে দেয়।
শনিবার ছিল ক্লাবের নির্বাচন নিয়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে চলে ধুন্ধুমার। চলে মারামারি। বেশ কয়েকজনকে দেখা যায় লাঠি, ব্যাট নিয়ে আরও কিছু সমর্থককে মারছেন। একজনের মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। একজন সমর্থক যথেষ্ট আহত অবস্থায় মাটিতে পড়ে যান।
Mohun Bagan Club Election
কয়েকটি গাড়িও ভাঙচুর হয়। পরে জানা যায় প্রাক্তন ফুটবলার ও সহ সচিব সত্যজিৎ চ্যাটার্জির গাড়িও ভাঙচুর করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই গন্ডগোলে তিন জন আহত হয়েছেন।
শনিবার ক্লাব তাঁবুর বাইরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন কিছু ব্যক্তি। ক্রিকেট ব্যাট, উইকেট নিয়ে চলে মারপিট। বেশ কয়েকজন সমর্থক কে বেধড়ক মারধর করা হয়। তবে কে বা কারা মারামারি করল,কি নিয়ে আক্রমণ করা হল তা তার সদুত্তর কেউই দিতে পারছে না। এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
Mohun Bagan Club Election
বিকেলে ময়দান থানার পুলিশ এসে জনতাকে হটিয়ে দিলে নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ব্যাপারে সত্যজিৎ চ্যাটার্জি জানান,”যা ঘটনা ঘটেছে ক্লাব তাঁবুর বাইরে ঘটেছে। আমার গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে।”
ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা ও সচিব পদপ্রার্থী দেবাশিস দত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ক্লাবের বাইরে কে কি করছে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মোহনবাগানের এত সমর্থক আছে। এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই।”
ক্লাবের নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে রাজনৈতিক রঙ লেগেছে এখন দেখার কোন দিকে মোড় নেয় এই ঘটনা।
Published by Samyajit Ghosh