সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: IPL 2022 : GT vs PBKS, Match 16 : মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শুক্রবার সাক্ষী থাকলো এক ইতিহাসের। প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে অনন্য নজির গড়লেন এই ক্রিকেটার। আর সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি এমএস ধোনিকেও। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ৬ মেরে ম্যাচ জেতানোর রেকর্ড হাতে গোনা কয়েকজনের রয়েছে। তার মধ্যে জাভেদ মিয়াঁদাদ এর নাম আছে। আইপিএলে এই কৃতিত্ব দেখিয়েছেন ধোনিও। এবার সেই তালিকায় নাম লেখালেন গুজরাট টাইটান্স এর রাহুল তেওটিয়া।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/04/20220409_140616.jpg)
পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানসের ম্যাচে শেষ হাসি হাসে গুজরাট টাইটানস, ম্যাচটি ৬ উইকেটে জিতে নিয়ে। এই ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে লিয়াম লিভিংস্টোনের অর্ধশতরানের সাহায্যে পাঞ্জাব কিংস ২০ ওভারে উইকেট হারিয়ে ১৮৯রান করে এবং জিটি- কে জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য দেয়। জবাবে গুজরাট দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়। জয়ের ভিত গড়ে দিয়েছিলেন শুভমান গিল ও সুদর্শন।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2022/04/20220409_140918.jpg)
আর এর নায়ক সেই রাহুলকে তেওটিয়া। তাৎপর্যপূর্ণ ভাবে দু’বছর আগে এই পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। এবারও তার শিকার পাঞ্জাব।
ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবে খুশি গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের পর প্রেজেন্টেশনে এসে হার্দিক বলেন, “যে ধরনের উত্থান-পতন ঘটে, তাতে আমি ঘোরের মধ্যে আছি। হ্যাটস অফ টু তেওয়টিয়া। এই চাপের মধ্যে এটা করা দুর্দান্ত। এটা কিংসদের খেলা ছিল, তাদের প্রতি আমার সহানুভূতি আছে।
দেখুন ম্যাচ জেতার সেই মুহূর্ত।
#GTvsPBKS #GT welcoming the new Finisher #Tewatia the Boss #GTvsPBKS #IPL2022 pic.twitter.com/toUXhcGw88
— Beast (@cskvijay007) April 8, 2022