Sunday, October 6, 2024
HomeদেশAAP's Himachal Pradesh Chief Anup Kesari Join BJP হিমাচল প্রদেশ বিজেপির বড়...

AAP’s Himachal Pradesh Chief Anup Kesari Join BJP হিমাচল প্রদেশ বিজেপির বড় চমক! গেরুয়া শিবিরে যোগ আপের রাজ্য প্রধান-সহ তিন নেতার

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: AAP’s Himachal Pradesh Chief Anup Kesari Join BJPহিমাচল প্রদেশে চলতি বছরে বিধানসভা ভোটের আগেই বড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। খোদ আপের রাজ্য সভাপতি অনুপ কেশরি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে। বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে অনুপ কেশরি এদিন বিজেপিতে যোগদান করেন। একইসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন আপের সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ঠাকুর এবং উনা জেলা শাখার প্রধান ইকবাল সিং। কেশরির দলত্যাগ প্রসঙ্গে আপের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বিজেপি তাঁকে ভয় পায় না, জনগণকে ভয় পায়’। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনজন আপ নেতাকে স্বাগত জানিয়ে বলেন যে, ‘তাঁদের সমর্থন নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে বিজেপিকে শক্তিশালী করবে।’

হিন্দিতে লেখা এক টু্ইটবার্তায় কেজরিওয়াল জানান, ‘বিজেপিতে আপনি যদি সততার সাথে জনগণের জন্য কাজ করেন তবে আপনি এতটা আতঙ্কিত হবেন না যে আপনাকে আপনার মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে হবে বা অন্য দলের কলঙ্কিত লোকদের অন্তর্ভুক্ত করতে হবে। মানুষ আপকে বিশ্বাস করে।’ AAP’s Himachal Pradesh Chief Anup Kesari Join BJP

এদিকে অনুপ কেশরির বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অাপ নেতা এবং দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে প্রশ্ন করলে তিনি তাঁর প্রস্থানের বিষয়টি অস্বীকার করে বলেন যে, ‘দল অভিযোগ পেয়েছে যে মি. কেশরি মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন এবং যেভাবেই হোক তাঁকে বহিষ্কার করা হবে।’ AAP’s Himachal Pradesh Chief Anup Kesari Join BJP

বিজেপিতে যোগ দিয়ে আপের প্রাক্তন রাজ্য প্রধান অনুপ কেশরি বলেন, বুধবার মান্ডিতে একটি রোড শো চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দলীয় কর্মীদের অপমান করেছেন। তিনি বলেন, ‘আমরা হিমাচল প্রদেশে গত আট বছর ধরে আপ-এর জন্য অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছি। তবে, অরবিন্দ কেজরিওয়াল যখন মান্ডিতে একটি সমাবেশ এবং রোড শো-তে এসেছিলেন তখন রাজ্য দলের কর্মীদের উপেক্ষা করেছিলেন। আমরা তাঁর সাথে খুব হতাশ। তিনি আমাদের দিকে তাকানও না, যাঁরা দলের জন্য দিনরাত কাজ করে। শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মান্ডিতে রোড শো-র কেন্দ্রবিন্দুতে ছিলেন।’

AAP’s Himachal Pradesh Chief Anup Kesari Join BJP

আরও পড়ুন : Encounter In Anantnag এনকাউন্টারে নিহত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular