Thursday, November 21, 2024
HomeখেলাINDIAN CRICKETIndia vs Srilanka রবীন্দ্র জাদেজার অল-রাউন্ড শোয়ে ভারতের ইনিংস জয়  

India vs Srilanka রবীন্দ্র জাদেজার অল-রাউন্ড শোয়ে ভারতের ইনিংস জয়  

ইন্ডিয়া নিউজ বাংলা, মোহালি:  রবিবার মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ১২২ রানে হারিয়েছে ভারত।

প্রথম ইনিংসে ১৭৪ রান করার পর, শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৮ করতে পারে।  দ্বিতীয় ইনিংসে, ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন চারটি করে উইকেট নেন এবং মহম্মদ শামি দুটি নেন। এই ইনিংসেই অশ্বিনও কপিল দেবকে ছাড়িয়ে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন, এখন তিনি অনিল কুম্বলের ঠিক পরে।

কপিলদেবকে টপকে গেলেন অশ্বিন

India vs Srilanka রবীন্দ্র জাদেজার অল-রাউন্ড শোয়ে ভারতের ইনিংস জয়

এর আগে, রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে  পাঁচ উইকেট নিয়ে লঙ্কার ইনিংস শেষ করেন।  ভারত শ্রীলঙ্কাকে ফলোঅন করায়। ভারত ৪০০ রানের লিড নিয়েছিল।

শততম টেস্টে কোহলিকে গার্ড অব অনার দিল গোটা দল

নিসাঙ্কা তার অর্ধশত পূর্ণ করলেও অপর প্রান্তে শ্রীলঙ্কা উইকেট হারাতে থাকে।  এর আগে, জাদেজা ম্যারাথন ১৭৫ রানের ইনিংস খেলার পর ভারত অধিনায়ক ইনিংস ঘোষণা করেন।  তখন ভারতের রান প্রথম ইনিংস আট উইকেটে ৫৭৪ । জাদেজা ছাড়াও, ঋষভ পন্তও পাল্টা আক্রমণে ৯৬ রান করেন এবং হনুমা বিহারী, যিনি ব্যাটিং অর্ডারে উন্নীত হন, তিনিও অর্ধশতরান করেন। নিজের শততম টেস্টে বিরাট কোহলিও ৪৫ রান করছন, তবে বড় স্কোর থেকে বঞ্চিত হন।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular