পাঁচ দিনেই শেষ হল কানপুর টেস্ট। কিন্তু ভারতের কাছে জয় এল আড়াই দিনেরও কম সময়ে। কানপুর টেস্টে (India vs Bangladesh) বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল।
ভারতের দুরন্ত জয়
এর আগে পাকিস্তানকে তাঁদের মাটিতে গিয়ে হারিয়ে এলেও ভারত সফরে এসে বাকি খেলাটা মোটেই সহজ হল না বাংলাদেশের কাছে৷ প্রথম টেস্টের পর কানপুরে দ্বিতীয় টেস্ট (India vs Bangladesh) হেরে সিরিজে হোয়াইটওয়াশ হতে হল নাজমুল হোসেন শান্তদের৷ বৃষ্টিতে এই খেলা আদৌ সম্পন্ন হবে কিনা সেই প্রশ্ন উঠছিল। কিন্তু সব বাধা-বিপত্তিকে এড়িয়ে আড়াইদিনেরও কম সময়ে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া৷ রোহিত-যশস্বীদের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে সাত উইকেটে হারল বাংলাদেশ৷ ২-০ ব্য়বধানে সিরিজ জিতে নিল ভারত।
টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। দু’দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৭৪.২ ওভার ব্যাট করে তারা। এদিকে ভারত খেলার শুরুতেই বুঝিয়ে দেয় জয়ের লক্ষ্যে নিয়েই নেমেছে তারা।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ১ বিলিয়ন ফলোয়ার্স! সোশ্যাল মিডিয়ায় ইতিহাস সৃষ্টি রোনাল্ডোর
প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল তিনটি চার মারেন এবং রোহিত শর্মা প্রথম দু’টি বলেই ছক্কা মারেন। তবে শুধু রোহিত বা যশস্বী নন, ভারতের সব ব্যাটাররাই ঝড়ের গতিতে পারফর্ম করতে থাকেন। ইংল্যান্ডের ‘বাজ়বল’ মনে করিয়ে বৃষ্টিবিঘ্নিত টেস্ট আড়াই দিনেই যে কীভাবে জিততে হয়, তা দেখিয়ে দিল টিম ইন্ডিয়া।