Sunday, October 6, 2024
HomeBreakingRajinikanth: হঠাৎ অসুস্থ রজনীকান্ত, কেমন আছেন এখন 'থালাইভা'?

Rajinikanth: হঠাৎ অসুস্থ রজনীকান্ত, কেমন আছেন এখন ‘থালাইভা’?

হাসপাতালে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। সোমবার রাতে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সোমবার রাত থেকেই আনুষাঙ্গিক চিকিৎসা চলছে অভিনেতার। হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

কী হয়েছিল ‘থালাইভা’র?

শোনা গিয়েছে, পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ‘থালাইভা’, তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ব্যথা অনেকটাই কম রয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রজনীকান্ত। যার ফলে মাঝে মধ্যেই তাঁকে ডাক্তারের নজরে থাকতে হয়। বেশ কিছু নিয়ম মাফিক পরীক্ষাও করাতে হয়। স্বাস্থ্যের কারণে রাজনীতি থেকেও বিরত থাকেন তিনি।

আরও পড়ুন: Govinda: গুলিবিদ্ধ গোবিন্দা, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

প্রসঙ্গত, দু’টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। একটি হল পরিচালক জ্ঞানভেল রাজার ‘ভেট্টিয়ান’, যা মুক্তি পেতে চলেছে আগামী ১০ অক্টোবর। আর একটি লোকেশ কানারাজের ‘কুলি’। কিছুদিন আগেই শুটিং শেষ করে চেন্নাই ফিরেছিলেন অভিনেতা।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular