Thursday, September 19, 2024
HomeখেলাBangladesh create history নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ, বেশ কিছু ওলট-পালট ঘটেছে...

Bangladesh create history নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ, বেশ কিছু ওলট-পালট ঘটেছে ক্রিকেটে 

Bangladesh create history   নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ, এমন বেশ কিছু ওলট-পালট ঘটেছে ক্রিকেটে 

সাম্যজিৎ ঘোষ , ইন্ডিয়া নিউজ বাংলা:     ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের।  নিউজিল্যান্ডকে ঘরের মাঠেই হারিয়ে নয়া নজির ইবাদত- মমিনুল-লিটন দাসদের। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ।  প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের থেকে 130 রানে  এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল লিটন দাসরা । এরপর কিউইদের দ্বিতীয় ইনিংসে ধস নামান বাংলাদেশের স্পিনার ইবাদত হোসেন । 46 রানে 6 উইকেট তুলে নিয়ে নতুন নজির গড়ার পাশাপাশি প্রথমবার নিউজিল্যান্ডকে হারানোর অন্যতম নায়ক হয়ে গেলেন ইবাদত ।

বাংলাদেশ একইসঙ্গে অনেকগুলো নজির করে ফেলল, টেস্ট র্যাঙ্কিংয়ের উঠে এল 5 নম্বর জায়গায়।

মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম টেস্ট জয় বাংলাদেশের।

সব  মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ও। এমন বেশ কিছু ওলট-পালট ঘটেছে ক্রিকেট পরিসংখ্যানে। ।

সব সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে আগের ৩২ ম্যাচ খেলে জয়শূন্য ছিল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সেখানে খেলেছিল ৯টি টেস্ট ম্যাচ। ছিল না কোনো ড্র-ও। সব মিলিয়ে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬তম দেখায় বাংলাদেশের প্রথম জয় এটি।

ষষ্ঠ কোন প্রতিপক্ষের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে টেস্টের জয়গুলো এসেছে জিম্বাবুয়ে (৮), ওয়েস্ট ইন্ডিজ (৪), অস্ট্রেলিয়া (১), ইংল্যান্ড (১) ও শ্রীলঙ্কার বিপক্ষে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫-এ থাকা দলগুলোর বিপক্ষে দেশের বাইরে বাংলাদেশ প্রথমবার জিতল মাউন্ট মঙ্গানুইতে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড এখন দুই নম্বরে।

৬১তম ম্যাচে এসে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের ষষ্ঠ জয়।

৬/৪৬

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ বোলারের সেরা বোলিং ফিগার এখন ইবাদত হোসেনের। এর আগে ৫ উইকেট নিয়েছিলেন একজনই—রুবেল হোসেন। ২০১০ সালে হ্যামিল্টনে ৫ উইকেট নিতে তিনি খরচ করেছিলেন ১৬৬ রান।বাংলাদেশের আগে সর্বশেষ ২০১১ সালে উপমহাদেশের কোনো দলের কাছে তাদের মাটিতে টেস্ট হেরেছিল নিউজিল্যান্ড, পাকিস্তানের কাছে।

দেশের মাটিতে নিজেদের সর্বশেষ ৮টি সিরিজেই জিতেছিল নিউজিল্যান্ড। ২ টেস্টের সিরিজে এবার প্রথমটিই হেরে যাওয়ায় ভাঙল সে ধারাও।

উইকেটের হিসেবে দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

১৭

বাংলাদেশের কাছে হারের আগে টানা ১৭ ম্যাচ দেশের মাটিতে টেস্টে অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৭ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল কিউরা, ওয়েলিংটনে।

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular