দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই চোট আতঙ্ক ভারতীয় শিবিরে। সদ্য সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হওয়া রোহিত শর্মা চোটের জন্য ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে। চোট কোথায় তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। তার পরদিনই সাদা বলের নেতৃত্ব থেকে অপসারিত টেস্ট দলের নেতা বিরাট কোহলির প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ না খেলার খবর বেরিয়ে এল। যা নিয়ে একদিকে বিতর্ক অন্যদিকে দলের ভিতর কলহের সিঁদুরে মেঘ দেখছে অনেকেই। আর নেট দুনিয়া তারিয়ে তারিয়ে খাচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলির আলো-আঁধারি ঠাণ্ডা লড়াইয়ের মশালাদার কাহিনী। সত্যি-মিথ্যা বাছ-বিচার না করেই। কোহলি না কি মেয়ের প্রথম জন্মদিনের জন্য আগেই বোর্ডের কাছে ছুটি চেয়ে রেখেছিলেন।
১১ জানুয়ারি তাঁর মেয়ের জন্মদিন কিন্তু সেই দিনেই প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের। অথচ টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার খবর এখনও পর্যন্ত নেই। এই জায়গা থেকেই শুরু হয়েছে বিতর্ক। কারণ একদিনের সিরিজ শুরু হবে ১৯ জানুয়ারি। কোহলির নাকি টেস্ট সিরিজের পর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একদিনের সিরিজ খেলবেন না জানিয়েছেন।যদিও বোর্ড এবিষয়ে কোন বিবৃতি দেয়নি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বোর্ড কেন চুপ,তা নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়েই দলের অন্দরে ভাঙন হয়েছে কিনা শুরু হয়েছে গুজব।
রোহিত শর্মার চোট হ্যামস্ট্রিং-এর না হাতে তা নিয়েও বোর্ডের বিবৃতি ধোঁয়াশাপূর্ণ। এরপর বিরাট কোহলির না খেলা আরও রহস্য বাড়িয়েছে। বিরাট কী অভিমানে সরে গেলেন ? দুই সিনিয়রের দ্বন্দ্ব কি তাহলে সত্যি ? বোর্ডের বিবৃতি না আসা পর্যন্ত বিতর্ক থামবে না। দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগেই বিতর্কের বাউন্সার ও গুগলিতে দিশেহারা ভারতীয় ক্রিকেট।