Saturday, July 27, 2024
HomeদেশGoa Election 2022 : গোয়াতে বিজেপিকে হারাতে হলে, সব দলকে জোট...

Goa Election 2022 : গোয়াতে বিজেপিকে হারাতে হলে, সব দলকে জোট বাঁধতে হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

গোয়া, ইন্ডিয়া নিউজ

Goa Election 2022 :  তিন দিনের গোয়া সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরের বছর গোয়ার নির্বাচন।  গোয়ার আঞ্চলিক সংগঠন মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির সাথে জোট গঠন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কংগ্রেস পার্টিকেও এই জোটের অংশ হতে বলেছেন। মমতা বলেন যে আমরা যদি গোয়ায় বিজেপিকে হারাতে চাই তবে সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত হতে হবে।

আমাদের দল হিন্দু বিরোধী নই  (Goa Election 2022)

  তৃণমূল নেত্রী বলেন, বিজেপি আমাদের হিন্দু বিরোধী দল হিসেবে মানুষের সামনে তুলে ধরতে চাইছে। কিন্তু এটা কোন ভাবেই মানা যায় না। আমাদের দল কোনোভাবেই হিন্দুবিরোধী নয়। আর আমাকে এর জন্য বিজেপির কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে না।  গোয়াতে মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির সাথে জোট তৈরি  কারণ তুলে ধরতে গিয়ে তাঁর যুক্তি  বিজেপিকে হারাতে এটা দরকার। একই সঙ্গে এই জোটে কংগ্রেসকেও সামিল হতে বলেন। কংগ্রেসের উদ্দেশ্যে তাঁর বার্তা কংগ্রেসেরও এই জোটের অংশ হওয়া উচিত।

(Goa Election 2022)

মমতা সোমবার সিনিয়র এনসিসিপি নেতা এবং বিধায়ক চার্চিল আলেমাও এবং তার মেয়ে ভালঙ্কাকে গোয়াতে তার দল টিএমসিতে অন্তর্ভুক্ত করেছেন। একই সঙ্গে এর আগেও তার দলে যোগ দিয়েছেন আর ও অনেকেই। এর আগে, গোয়ায়, প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে টিএমসিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী নাফিসা আলিকেও দলের সদস্যপদ দেওয়া হয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular