Thursday, November 21, 2024
HomePOLITICSNarendra Modi : 'বিকশিত ভারতের জন্য আমরা কাজ করব', NDA বৈঠকের পর...

Narendra Modi : ‘বিকশিত ভারতের জন্য আমরা কাজ করব’, NDA বৈঠকের পর বললেন মোদী

বুধবার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (NDA) নেতাদের সঙ্গে মোদী এবং বিজেপি নেতৃত্বরা বৈঠক করেন। এনডিএ নেতারা ফের মোদীর ওপরই ভরসা রাখেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ‘ভারতের ১৪০ কোটি মানুষ এবং বিকশিত ভারতের জন্য আমরা কাজ করব।’

বুধবার দিল্লিতে এই বৈঠকে নতুন সরকারের গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলে। TDP প্রধান Chandrababu Naidu জানান, টিডিপি NDA-এর সঙ্গে রয়েছে। চন্দ্রবাবু নাইডু বলেন, ‘আমরা এনডিএ-র অংশ না হলে কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? আমরা সম্মিলিতভাবে এই লড়াই করেছি।’

আরও পড়ুন : Modi’s Swearing-in Ceremony : তৃতীয়বার NDA সরকার! কবে শপথগ্রহণ Modi’র?

এই বৈঠকে উপস্থিত ছিলেন, জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, জনতা দল প্রধান নীতিশ কুমার, তেলুগু দেশম পার্টি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু, শিব সেনা প্রধান একনাথ শিন্ডে, জনতা দল (সেক্যুলার) নেতা এইচডি কুমারস্বামী, জনসেনা পার্টি প্রধান পবন কল্যাণ, লোক জনশক্তি পার্টি প্রধান চিরাগ পাসওয়ান এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা প্রফুল প্যাটেল সহ আরও অনেকে।

উল্লেখ্য, মঙ্গলবারই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই রেজাল্ট অনুযায়ী, বিজেপি পেয়েছে ২৪০টি আসন, কংগ্রেস ৯৯টি। তবে ২০১৯-এ বিজেপি ৩০৩টি আসনে জয়ী হয়েছিল এবং ২০১৪-তে পেয়েছিল ২৮২টি। সেদিক থেকে দেখতে গেলে চলতি বছরে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে রয়েছে ভারতীয় জনতা পার্টি।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular