Thursday, September 28, 2023
HomePoliceShuvendu Adhikari in the face of police obstruction in Bankura আত্মঘাতী আলুচাষীর...

Shuvendu Adhikari in the face of police obstruction in Bankura আত্মঘাতী আলুচাষীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী

ইন্ডিয়া নিউজ  বাঁকুড়া

Shuvendu Adhikari in the face of police obstruction in Bankura

 বিধান নগরের পর বাঁকুড়া কোতুলপুর পুলিশের বাধার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের উতপ্ত বাক্য বিনিময় হয়। মেজাজ হারিয়ে পুলিশ হুমকি দিয়েছেন বলে অভিযোগ। বাঁকুড়ায় আত্মঘাতী আলুচাষী তাপস কোটালের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সেই মতো বিজেপির পার্টি অফিসে আসেন তিনি। সেখানে এসে আত্মঘাতী আলু চাষী তাপস কোটালের প্রতিকৃতিতে মাল্যদান করেন । তারপর বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে দলের সাত বিধায়ককে নিয়ে বালিঠ্যা গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে তৈরি হন  বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু ঐ গ্রামে যাওয়ার আগেই জলিঠ্যা মোড়ে তাঁর পথ আটকায় পুলিশ। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এই আশঙ্কায় তাঁকে ঐ গ্রামে যেতে বাধা দিলে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। এমনকি পুলিশের বেতন তৃণমূল কংগ্রেস দেয় কিনা সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে এরাজ্যে ‘গণতন্ত্রকে হত্যা’ করা হয়েছে বলেও অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা। আত্মঘাতী চাষীর পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে হয় শুভেন্দু অধিকারীকে।

Shuvendu Adhikari in the face of police obstruction in Bankura

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular