Sunday, November 24, 2024
HomeউৎসবYouth Festival 2022 পুদুচেরিতে ২৫তম যুব উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Youth Festival 2022 পুদুচেরিতে ২৫তম যুব উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সমীর সাইনি, নতুন দিল্লি, ইন্ডিয়া নিউজ বাংলা : Youth Festival 2022 স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুদুচেরিতে ২৫তম যুব উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন, ভারতের দুটি অসীম ক্ষমতা রয়েছে। একটি জনসংখ্যা এবং অন্যটি গণতন্ত্র। যে দেশে যুবশক্তি যত বেশি, তার সামর্থ্য তত বেশি বিস্তৃত।

প্রযুক্তির প্রতি আকর্ষণ ভারতের যুবকদের Youth Festival 2022

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে জানিয়েছেন যে, ‘ভারতের যুবকদের কাছে আজ প্রযুক্তির আকর্ষণ রয়েছে এবং গণতন্ত্রের চেতনাও রয়েছে। ভারত আজ যা বলে, বিশ্ব তাকে আগামীকালের কণ্ঠস্বর বলে মনে করে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, ‘২০২২ সাল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীও এই বছরে। আজ, ভারতেও ৫০ হাজারেরও বেশি স্টার্টআপের এক শক্তিশালী ইকোসিস্টেম রয়েছে।’

ঋষি অরবিন্দ এবং সুব্রহ্মণ্যম ভারতীকে প্রণাম Youth Festival 2022

২৫তম যুব উৎসবের উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেছেন যে, ‘এই বছর আমরা অরবিন্দের ১৫০তম জন্মবার্ষিকী এবং মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীর ১০০তম মৃত্যুবার্ষিকীও উদযাপন করছি। পুদুচেরির সাথে তাঁদের দুজনেরই সর্বদা একটি বিশেষ যোগ রয়েছে।’ এছাও প্রধানমন্ত্রী তাঁর টুইটে বলেছেন, ‘আমি মহান স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তাঁর জীবন সর্বদা জাতীয় উন্নতির জন্য নিবেদিত ছিল।’

আরও পড়ুন : National Youth Day 2022 Theme জাতীয় যুব দিবসের থিম : ‘যুব- নতুন ভারতের উদ্যম’

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular