অপারেশনের পর মহিলার পেট থেকে বের হল প্রায় ২ কেজি চুলের গোছা৷ যা দেখে অবাক চিকিৎসকেরা! কিন্তু কীভাবে এমন একটা ঘটনা ঘটল সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে৷
কীভাবে এমন ঘটনা ঘটল?
ঘটনা উত্তরপ্রদেশের বরেলির৷ ৩১ বছর বয়সী এক মহিলা বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন৷ দীর্ঘদিন পরেও পেটে ব্যথা না কমায় তাঁকে গত ২২ সেপ্টেম্বর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়৷ রাজ্য সরকার পরিচালিত Maharana Pratap District Hospital-এ ভর্তি করা হয় তাঁকে৷ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা পর Dr MP Singh এবং Dr Anjali Soni-র নেতৃত্বে একটি মেডিক্যাল টিম অপারেশনের সিদ্ধান্ত নেয়৷
অপারেশনের পর ডাক্তাররা হতবাক হয়ে যান! মহিলার পেট থেকে প্রায় ২ কেজি ওজনের চুলের গোছা বের করেন তাঁরা৷
আরও পড়ুন: Mpox: ভারতে প্রথমবার মাঙ্কিপক্সের ‘ভয়ানক ভ্যারিয়েন্টে’র হদিশ মিলল
চিকিৎসকদের মতে, ওই মহিলা কিশোরী বয়স থেকেই ট্রাইকো ফটোম্যানিয়া নামক রোগে ভুগছিলেন। এই রোগের কারণে তিনি ধীরে ধীরে নিজের চুল খেতে শুরু করেন। যার কারণে তাঁর পেটে চুলের গোছা জমে যায়।
উল্লেখ্য, কয়েক বছর আগেও একবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। যেখানে লক্ষাধিক টাকা খরচ হলেও পেটের সমস্যার সমাধান হয়নি৷