Monday, November 11, 2024
HomeBreakingKangana Ranaut: Tanu Weds Manu 3-তে তিন ভূমিকায় কঙ্গনা?

Kangana Ranaut: Tanu Weds Manu 3-তে তিন ভূমিকায় কঙ্গনা?

একদিকে রাজনীতি, অন্যদিকে ছবির কাজ, দুই নিয়েই বেশ ব্যস্ত সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ আর এবার শোনা যাচ্ছে তিনি নাকি তাঁর ভক্তদের দিতে চলেছেন বড়সড় একটা চমক৷ যদিও তার কিছুটা ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বিভিন্ন সূত্রে৷ শোনা যাচ্ছে, কঙ্গনা নাকি তাঁর আপকামিং Tanu Weds Manu 3-তে একটি বা দু’টি নয়, তিন-তিনটি ভূমিকায় দেখা দিতে চলেছেন৷

ট্রিপল রোলে কঙ্গনা

‘Tanu Weds Manu’ আগের দু’টি ছবিতে আর মাধবন ও কঙ্গনা জুটির রসায়ন নজর কেড়েছিল। তবে নতুন ছবিতে কঙ্গনার সঙ্গে অভিনেতা মহম্মদ জিসান আয়ূব জুটি বাঁধবেন বলে জল্পনা৷

আরও পড়ুন: Kangana Ranaut: ‘দেশের কোনও বাবা হয় না’, গান্ধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট কঙ্গনার!

এও শোনা যাচ্ছে যে, এই ছবিতে আর মাধবনের চরিত্র অর্থাৎ মন্নুকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না। বরং ‘Tanu Weds Manu’র সিক্যোয়েলে কঙ্গনার বাড়ির ভাড়াটে আইনজীবীর চরিত্র চিন্টু কুমারকেই গুরুত্ব দেওয়া হতে পারে। এমনকি চিন্টু কুমার এবং তন্নুরর মধ্যে প্রেমের সম্পর্কও দেখা যেতে পারে!

তবে, এখনই এই সব বিষয় প্রসঙ্গে কোনও নিশ্চয়তা বা ঘোষণা করেননি নির্মাতারা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময় শ্যুটিং শুরু হতে পারে ছবিটির!

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular