স্কুলের দুপুরে খাবার জন্য টিফিন বক্সে আমিষ খাবার নিয়ে এসেছিল নার্সারির এক পড়ুয়া। সেই কারণে ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করে দিলেন অধ্যক্ষ। এমন অমানবিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহায়। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া নিউজ বাংলা) পোস্ট করেন ওই পড়ুয়ার মা। আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে স্কুলের অধ্যক্ষ এবং ওই পড়ুয়ার মা-এর মধ্যের বাদানুবাদ উঠে এসেছে৷
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, স্কুলের অধ্যক্ষ নাকি সাফ জানিয়ে দিয়েছেন, স্কুলে আমিষ খাওয়ার মতো ‘কুশিক্ষা’ ছড়াতে চান না তিনি। ওই পড়ুয়ার মা এই পদক্ষেপের বিরোধিতা করলে অধ্যক্ষের দাবি, জোর করে পড়ুয়াদের ধর্মান্তরের চেষ্টা করছেন পড়ুয়ার মা!
আরও পড়ুন : Uttar Pradesh: নাবালিকাকে ধর্ষণ স্কুল-পিওনের! গর্ভবতী ছাত্রী
অধ্যক্ষের আরও দাবি, ওই পড়ুয়াকে নিয়ে অন্য অভিভাবকদের সমস্যা রয়েছে। তাই স্কুলের রেজিস্টার থেকে পড়ুয়ার নাম কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাকে ঘিরে হইচই পরিস্থিতি আমরোহায়৷
সোশ্যাল মিডিয়াতে সাত মিনিটের ওই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে আমরোহা পুলিশ। তারা জানায়, স্কুলগুলির জেলা পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখছেন এবং এর পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি তৈরি করা হচ্ছে ঘটনাটির তদন্তের জন্য।