শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: UK PM Boris Johnson in India দুই দিনের ভারত সফরে আজ গুজরাতে অবতরণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গুজরাত সফর করছেন জনসন। তাঁর চলতি সফরে প্রায় ১ বিলিয়ন (৯ হাজার ৯৫৭.৮৭ কোটি টাকার বেশি) ভারত-ইউকে বাণিজ্যচুক্তি ঘোষণা করবেন জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সফর বিনিয়োগ ও প্রযুক্তি অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলেই আশা করা হচ্ছে।
It’s fantastic to be in India, the world’s largest democracy.
I see vast possibilities for what our great nations can achieve together.
Our powerhouse partnership is delivering jobs, growth and opportunity. I look forward to strengthening this partnership in the coming days. pic.twitter.com/bx0iXHDYov
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দুই দিনের ভারত সফরের প্রথম দিনে আজ তিনি গুজরাতে শীর্ষ ব্রিটিশ সংস্থার নতুন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কাজ করা একটি বায়োটেকনোলজি বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করবেন তিনি। সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে পৌঁছবেন। সেখানে যুগান্তকারী ইউকে-ভারত মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে এক বৈঠকে তিনি যোগ দেবেন। UK PM Boris Johnson in India
জনসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পাশাপাশি ব্রিটেনের সঙ্গে বাণিজ্য-বাধা কমানোর বিষয়ে আলোচনা করবেন। ব্রিটেন সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সাথে ব্রিটেন সহযোগিতা বিষয়ে আলোচনা করে চাকরি ও উৎপাদন বৃদ্ধি ঘটাবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে স্বাস্থ্যের ক্ষেত্রে ১ বিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ এবং রফতানি চুক্তি নিশ্চিত করবে এই সফর। এই চুক্তির ফলে ইউকে জুড়ে ১১ হাজারেরও বেশি কাজের সুযোগ তৈরি হবে৷
UK PM Boris Johnson in India
আরও পড়ুন : Dalit Leader Jignesh Mevani Arrest জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ
————
Published by Subhasish Mandal