১৫ অগাস্ট, বৃহস্পতিবার দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে টানা ১১ বার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণ দেন তিনি। এদিন ১ ঘণ্টা ৪২ মিনিট বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী।
ভাষণ দিতে গিয়ে সরাসরি আরজি কর হাসপাতালের নাম না নিয়েও বুধবার দেশজুড়ে প্রতিবাদের বিষয়টি উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজ লালকেল্লা থেকে নিজের কষ্ট তুলে ধরছি, আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে। আমাদের মা, বোন, মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে দেশজুড়ে আক্রোশ রয়েছে, জনমানসের আক্রোশ রয়েছে। এই আক্রোশকে আমি অনুভব করতে পারছি। এই বিষয়ে রাজ্য সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।’
আরও পড়ুন : RG Kar Protest : মহিলা চিকিৎসককে ‘ধর্ষণ-খুনে’ তপ্ত বাংলা, আন্দোলন দেশজুড়ে
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, যখন মহিলাদের ওপর ধর্ষণ ও অত্যাচারের ঘটনা ঘটে, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়। কিন্তু যখন এমন দানবীয় প্রবণতাকে শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে দেখা যায় না, একটি কোণায় সীমাবদ্ধ থেকে যায়। যারা শাস্তি পাচ্ছে তাদের নিয়ে বিস্তৃত আলোচনা করা হোক, যাতে যারা এই পাপ করে তারা বুঝতে পারে যে এই ঘটনা ফাঁসির দিকে নিয়ে যায়, এই ভয় জাগানো খুবই প্রয়োজন বলে মন্তব্য় করেন মোদী৷
প্রসঙ্গত, গত চলতি মাসেই আরজি কর মেডিক্যাল কলেজের চেস্ট বিভাগের সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েট মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। প্রথমে কলকাতা পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। এই নিয়ে প্রবল বিতর্কের ঝড় ওঠে। এরপর কলকাতা পুলিশ বারো ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশেরই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। এদিকে মহিলা নিরাপত্তা, এবং বিচারের বাংলা থেকে শুরু করে সমগ্র দেশে প্রতিবাদে পথে নেমেছে আমজনতা৷