শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা এবং জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক, ইন্ডিয়া নিউজ বাংলা : ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল বিকানের-গৌহাটি এক্সপ্রেস। ময়নাগুড়ির দোহমোহনি এলাকায় কামরাচ্যুত ১২টি বগি। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে।কমপক্ষে ৫০জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে আধিকারিকদের পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূ্ত্রের খবর, মুখ্যমন্ত্রী কাছে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Terrible train accident in North Bengal ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে
বিস্তারিত আসছে…
——-
Published by Subhasish Mandal