Thursday, November 21, 2024
HomeদেশSpeculation about Ashok Gehlot in Rajasthan মরুরাজ্যে মুখ্যমন্ত্রী বদল! গেহলতকে সরিয়ে দায়িত্ব...

Speculation about Ashok Gehlot in Rajasthan মরুরাজ্যে মুখ্যমন্ত্রী বদল! গেহলতকে সরিয়ে দায়িত্ব কি পাইলটকে, বাড়ছে জল্পনা

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Speculation about Ashok Gehlot in Rajasthan রাজস্থানে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে সরিয়ে দিতে পারে কংগ্রেস হাইকম্যান্ড! এমন খবরে রাজনৈতিক মহল যখন কাটাছেঁড়ায় ব্যস্ত তখন সোজাসুজি উত্তর দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠনের জল্পনাকে খারিজ করে তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘আমার পদত্যাগপত্র স্থায়ীভাবে সনিয়া গান্ধির কাছে রয়েছে। তাই বারবার মুখ্যমন্ত্রী বদলাতে চলেছেন কিনা তা জিজ্ঞাসা করার কোনও মানে নেই। মুখ্যমন্ত্রী যখন পরিবর্তন করতে হবে তখনই পরিবর্তন হবে এবং কেউ এ সম্পর্কে কিছু জানতে পারবে না। গুজবে কান দেবেন না। এতে সরকার ও প্রশাসন উভয় ক্ষেত্রই প্রভাবিত হয়।’

তবে মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়ার জল্পনা উঠে এসেছে সম্প্রতি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির বাড়িতে গেহলত আর শচীন পাইলটের বৈঠকের পরই। জানা গেছে, ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য দলের কৌশল নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে। Speculation about Ashok Gehlot in Rajasthan

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সনিয়ার সঙ্গে বৈঠকে পাইলট রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তুলে ধরেছিলেন। জানিয়ে রাখা উচিত, ২০২০ সালে গেহলতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ৪৪ বছর বয়সি শচীন পাইলট। বিজেপিতে যোগদান প্রায় পাকা করে ফেলেন তিনি। সে সময় শচীনের বন্ধু রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি তাঁর সাথে একাধিক বৈঠকের পরে সমস্যার সমাধান করেছিলেন। তবুও গেহলত এবং পাইলটের মধ্যে সম্পর্ক টানাপোড়েন অব্যাহত ছিল। Speculation about Ashok Gehlot in Rajasthan

বৃহস্পতিবার সনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের পর শচীন পাইলট জানান, ‘রাজস্থান এমন একটি রাজ্য যেখানে প্রতি ৫ বছরে সরকার পরিবর্তন হয়। আমি মনে করি, আমরা যদি সঠিক জিনিসগুলি এখন থেকে করি, তাহলে কংগ্রেস পরবর্তী রাজস্থান নির্বাচনে জয়ী হবে। আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। রাজস্থান রাজ্যে সময়োপযোগী হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ। যদি কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয় তবে তা অবিলম্বে নেওয়া উচিত। সময়মতো সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। যাতে নেতারা আরও ভাল পারফর্ম করার জন্য সময় পান।’ Speculation about Ashok Gehlot in Rajasthan

আর শচীন পাইলটের এই বক্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছেন রাজস্থানের কুর্সিতে বসা এখন তাঁর শুধু সময়ের অপেক্ষা। আগামী নির্বাচনের আগে শচীন এবং তাঁর অনুগামীরা যাতে আবার বিদ্রোহ শুরু করে না দেন সেদিকে প্রখর দৃষ্টি দিয়েছেন হাইকম্যান্ড। আকবর রোডের শীর্ষ নেতৃত্ব বেশ ভালো করেই জানেন কোনও কারণে পাইলট যদি বিরোধী শিবিরে যোগদান করেন তাহলে পঞ্জাবের মতো অবস্থা হবে রাজস্থানেও। এই মর্মে রাজস্থানের মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা জোরালো বলেই মনে করছেন একাংশ। Speculation about Ashok Gehlot in Rajasthan

উল্লেখ্য, রাজস্থানে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০০টি আসন জিতে বিজয়ী হয়েছিল। অন্যদিকে, বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি ৭৩টি আসন জিতেছিল।

Speculation about Ashok Gehlot in Rajasthan

আরও পড়ুন: Ashish Mishra Surrendered in Lakhimpur Kheri লখিমপুর খেরির ঘটনায় আত্মসমর্পণ মন্ত্রিপুত্র আশিস মিশ্রর

আরও পড়ুন: Suvendu Adhikari Left BJP WhatsApp Group বিজেপির জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু অধিকারী, জল্পনা তুঙ্গে

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular