শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Rahul Gandhi protests against the arrest of Jignesh Mevani দলিত নেতা তথা ভাবনগরের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেভানির গ্রেফতারি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই গ্রেফতারিকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন যে, ‘প্রধানমন্ত্রী ভিন্নমতকে চূর্ণ করে সত্যকে বন্দি করতে পারবেন না’।
জিগনেশ মেভানির গ্রেফতার প্রসঙ্গে রাহুল গান্ধি টুইটারে হ্যাশট্যাগ ‘#ডরোমত’ এবং ‘#সত্যমেব জয়তে’ ব্যবহার করে বলেছেন, ‘মোদিজি, আপনি রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে ভিন্নমতকে চূর্ণ করার চেষ্টা করতে পারেন। কিন্তু আপনি কখনোই সত্যকে বন্দি করতে পারবেন না।’ Rahul Gandhi protests against the arrest of Jignesh Mevani
Modi ji, you can try to crush dissent by abusing the state machinery.
But you can never imprison the truth.#DaroMat #SatyamevaJayate pic.twitter.com/Qw4wVhLclH
— Rahul Gandhi (@RahulGandhi) April 21, 2022
আরও পড়ুন : Dalit Leader Jignesh Mevani Arrest জিগনেশ মেভানিকে গ্রেফতার করল অসম পুলিশ
টুইটে একটি প্রতিবেদন ট্যাগ করে রাহুল বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে জিগনেশ মেভানি টুইট করায় অসম পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। রাহুল লিখেছেন, ‘অসম পুলিশ যে অগণতান্ত্রিক পদ্ধতিতে গুজরাতের বিধায়ক জিগনেশ মেভানিকে আটক করেছে, তা সাংবিধানিক পদক্ষেপ এবং জনগণের অপমান, যা তাঁকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। কংগ্রেস কর্মীরা নিপীড়নের বিরুদ্ধে তাঁদের আওয়াজ তুলবে।’ Rahul Gandhi protests against the arrest of Jignesh Mevani
বুধবার রাতে একটি টুইট করাকে কেন্দ্র করে গুজরাতের পালানপুর শহর থেকে জিগনেশকে গ্রেফতার করে অসম পুলিশ। এরপর তাকে আকাশপথে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। যা নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি তীব্র প্রতিবাদ জানিয়েছে।
Rahul Gandhi protests against the arrest of Jignesh Mevani
————
Published by Subhasish Mandal