Thursday, November 21, 2024
HomeদেশPradhan Mantri Awas Yojana in West Bengal প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকল্প রূপায়ণে দেশের...

Pradhan Mantri Awas Yojana in West Bengal প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকল্প রূপায়ণে দেশের মধ্যে এক নম্বরে রাজ্য : পঞ্চায়েতমন্ত্রী

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Pradhan Mantri Awas Yojana in West Bengal প্রধানমন্ত্রী আবাস যোজনায় এ রাজ্যের অগ্রগতি মন্থর বলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা খণ্ডন করছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় পাল্টা পরিসংখ্যান পেশ করে দাবি করেন আবাস যোজনা প্রকল্প রূপায়ণে এ রাজ্য গোটা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। তিনি বলেন, ‘রাজ্যে আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রাজ্যে পশ্চিমবঙ্গের তুলনায় পৌনে সাত লক্ষ বাড়ি কম তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে প্রকল্পের অগ্রগতি নিয়মিত নজরে রাখেন। এই তথ্য জানার পরেও কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা দুর্ভাগ্যজনক।’

মন্ত্রী আরও জানান, ‘প্রায় ৩৪ লক্ষ ৬৬ হাজার গ্রামীণ পরিবারকে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। তার মধ্যে ৯২ শতাংশের বেশি প্রায় ৩২ লক্ষ ৮ হাজার বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে। এছাড়া ২১ হাজার ৮১৮টি ভূমিহীন পরিবারকেও জমি-সহ বাড়ির অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও প্রায় ৫৬ লক্ষ ৮৬ হাজার পরিবার বাড়ি পাওয়ার জন্য নথিভুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় ৩৮ লক্ষ ৯৫ হাজার আবেদনের যথার্থতা অনুসন্ধান করে জানানো হয়েছে কেন্দ্রকে। কিন্তু তারপরেও কেন্দ্র ২০২১-২২ অর্থবর্ষে একটিও বাড়ি তৈরির অনুমোদন দেয়নি। অথচ অন্য ২৪টি রাজ্য অনুমোদন পেয়েছে।’

Pradhan Mantri Awas Yojana in West Bengal

আরও পড়ুন : Arsenic Free Drinking Water Supply উত্তর ২৪ পরগনার সমস্ত ব্লকে আর্সেনিকমুক্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে রাজ্য সরকার

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular