Saturday, July 27, 2024
HomeদেশPM Modi New Slogan প্রধানমন্ত্রী মোদি বললেন ‘ইউপি + যোগী, খুব উপযোগী’

PM Modi New Slogan প্রধানমন্ত্রী মোদি বললেন ‘ইউপি + যোগী, খুব উপযোগী’

ইন্ডিয়া নিউজ বাংলা : উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে। উন্নয়নের স্বপ্ন পূরণ হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীকাল পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, ঠাকুর রোশন সিংয়ের আত্মত্যাগ দিবস। শাহজাহানপুরের এই ছেলেদের ফাঁসি হয় ১৯ ডিসেম্বর। ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের প্রতি আমরা অনেক ঋণী।’ প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘মা গঙ্গা সকল উন্নতির উৎস।’

রাজ্যে এক্সপ্রেসওয়ের নেটওয়ার্ক স্থাপন হচ্ছে (PM Modi New Slogan)

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ের নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। যে নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে, নতুন রেলপথ তৈরি হচ্ছে, সেগুলো উত্তরপ্রদেশবাসীর জন্য অনেক আশীর্বাদ নিয়ে আসছে। আজ উত্তরপ্রদেশে যে আধুনিক পরিকাঠামো তৈরি করা হচ্ছে তা থেকে বোঝা যায় যে কীভাবে সম্পদগুলির সঠিকভাবে ব্যবহার করা হয়। আপনারা ভালো করে দেখেছেন আগে জনগণের টাকা কী কাজে লাগে, কিন্তু আজ উত্তরপ্রদেশের টাকা উত্তরপ্রদেশের উন্নয়নে ব্যবহার করা হচ্ছে।’

উত্তরপ্রদেশের সাথে দেশ এগিয়ে যায়: প্রধানমন্ত্রী (PM Modi New Slogan)

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যখন সমগ্র উত্তরপ্রদেশ একসাথে বেড়ে ওঠে, তখন দেশ এগিয়ে যায়, তাই ডাবল ইঞ্জিনের সরকারের ফোকাস উত্তরপ্রদেশের উন্নয়নে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্র নিয়ে আমরা উত্তরপ্রদেশের উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কিছু দলের ঐতিহ্য নিয়ে সমস্যা রয়েছে: মোদি (PM Modi New Slogan)

প্রধানমন্ত্রী মোদি শনিবার বলেন যে, এখানে কিছু রাজনৈতিক দল রয়েছে যাদের দেশের ঐতিহ্য এবং দেশের উন্নয়ন নিয়েও সমস্যা রয়েছে। তিনি বলেন, ‘মা গঙ্গার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে এই লোকেদের সমস্যা আছে। এই লোকেরাই সন্ত্রাসের প্রভুদের বিরুদ্ধে সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে। এই লোকেরাই ভারতীয় বিজ্ঞানীদের তৈরি মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’

গঙ্গা এক্সপ্রেসওয়ে পাঁচটি আশীর্বাদের প্রমাণ করবে (PM Modi New Slogan)

  •     প্রথম আশীর্বাদ- মানুষের সময় বাঁচানো
  •     দ্বিতীয় আশীর্বাদ- জনগণের সুবিধা বৃদ্ধি
  •     তৃতীয় আশীর্বাদ- ইউপির সম্পদের যথাযথ ব্যবহার
  •     চতুর্থ আশীর্বাদ- ইউপির ক্ষমতা বৃদ্ধি
  •     পঞ্চম আশীর্বাদ- ইউপির সর্বত্র সমৃদ্ধি হোক

    ——————
    Published by Subhasish Mandal
SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular