প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প (PM Kisan Nidhi Yojana)। বর্তমানে কোটি কোটি কৃষক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন এবং উপকৃতও হচ্ছেন। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা বছরে তিনবার ২ হাজার টাকা করে পান, অর্থাৎ বছরে মোট ৬ হাজার টাকা।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ১৭ বার টাকা দেওয়া হয়েছে কৃষকদের। এখন পরবর্তী ১৮তম কিস্তির (PM Kisan 18th installment) টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন অগণিত কৃষক।
আরও পড়ুন: Modi 3.0: মোদীর জন্মদিনেই ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদী সরকার
কী জানা যাচ্ছে?
১৭তম কিস্তির টাকা গত ১৮ জুন দেওয়া হয়েছিল। হিসেব অনুযায়ী মনে করা হচ্ছে যে সরকার অক্টোবরে কোনও একদিন পিএম কিষাণের (PM Kisan Nidhi Yojana) পরবর্তী কিস্তির টাকা দিতে পারে। তবে এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা না করলেও অনেকেই অনুমান করছেন যে শীঘ্রই হাসি ফুটতে পারে কৃষকদের মুখে৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Nidhi Yojana) কিস্তির টাকা পেতে চাইলে আপনাকে অবশ্যই বেনিফিসারী তালিকায় যেতে হবে এবং চেক করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ গিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন৷