আইসক্রিম খেতে ভালোবাসেন না এরকম মানুষ হাতে গোনা। আর এই গরমে আইসক্রিমের বিক্রি যে একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। অনলাইনে অর্ডার করলে বাড়িতেই যখন হাজির হয়ে যাচ্ছে মনের মতো ফ্লেবার, তখন তো কথাই নেই। কিন্তু এই অর্ডার করা আইসক্রিম থেকেই যা বের হল, দেখে শিউরে উঠবে যে কেউ!
কী জানা গিয়েছে?
এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বইয়ের (Mumbai) এক ডাক্তার অনলাইনে অর্ডার করা আইসক্রিম থেকেই পেলেন মানুষের আঙুল! এমনটাই দাবি করেছেন তিনি। মালাড পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেন ওই ডাক্তার। কে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে। ওই আঙুলটি এবং আইসক্রিমের নমুনা ফরেনসিক ডিপার্টমেন্টেও পাঠানো হয়েছে।
আরও খবর : Viral Video : মোদী মন্ত্রিসভার শপথে রাষ্ট্রপতি ভবনে ঘুরে বেড়াল Leopard?
এক সংবাদ সংস্থাকে এক উচ্চপদস্থ পুলিশ এই বিষয়টি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, ২৬ বছর বয়সী ওই ডাক্তার পশ্চিম মালাডে (Mumbai) থাকেন। তিনি অনলাইনে একটি কোম্পানির বাটারস্কচ আইসক্রিম অর্ডার করেছিলেন। আর সেই আইসক্রিমেই তিনি অর্ধেক ইঞ্চির আঙুল দেখতে পান।
মনে করা হচ্ছে এটি মানুষেরই আঙুল। ইতিমধ্যেই তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।