পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবাসরীয় সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ (Modi Oath Ceremony) করলেন নরেন্দ্র মোদী৷ এই নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসীন হলেন তিনি এবং সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডও৷ এর আগে একমাত্র এই রেকর্ড নেহরুরই ছিল৷ ২০১৪, ২০১৯-এর পর ২০২৪-এ ফের একবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে এলেন মোদী৷
আরও পড়ুন : Modi Cabinet-এ বাংলার কোন দু’জনের ঠাঁই হতে পারে?
কে কে শপথ নিচ্ছেন আজ?
মোদী (Modi Oath Ceremony) ছাড়াও রবিবার মোদীর মন্ত্রিসভায় থাকবেন এমন আরও অনেকেই শপথ নিলেন৷ সেই তালিকায় যাঁরা রয়েছেন সেদিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক-
নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী)
রাজনাথ সিং
অমিত শাহ
নীতিন গড়করি
জেপি নাড্ডা
শিবরাজ সিং চৌহান
নির্মলা সীতারামন
এস জয়শঙ্কর
এমএল খট্টর
এইচডি কুমারস্বামী (JDS)
পীযূশ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
জিতেন রাম মানঝি (HAM)
রাজীব রঞ্জন সিং (লল্লন সিং) (JDU)
সর্বানন্দ সোনওয়াল
ড. বীরেন্দ্র কুমার
কিনজারাপু রাম মোহন নাইডু (TDP)
প্রহ্লাদ যোশী
জুয়েল ওরাম
গিরিরাজ সিং
অশ্বিনী বৈষ্ণব
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভূপেন্দ্র যাদব
গজেন্দ্র সিং শেখাওয়াত
অন্নপূর্ণা দেবী
কিরেণ রিজিজু
হরদীপ সিং পুরী
মনসুখ মাণ্ডব্য
জি কিষাণ রেড্ডি
চিরাগ পাসোয়ান
সিআর পাতিল
রাও ইন্দরজিৎ সিং
ড. জিতেন্দ্র সিং
অর্জুন রাম মেঘওয়াল
প্রতাপ রাও যাদব
জয়ন্ত চৌধুরী
জিতিন প্রসাদ
শ্রীপদ নায়েক