Monday, September 16, 2024
HomeদেশModi pays tribute to ex-PM Chandrasekhar's Birthday প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মবার্ষিকীতে...

Modi pays tribute to ex-PM Chandrasekhar’s Birthday প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মোদির

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Modi pays tribute to ex-PM Chandrasekhar’s birthday প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্র শেখরকে শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন যে, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং দারিদ্র্য দূর করার প্রচেষ্টার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘চন্দ্র শেখরজি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিলেন। যিনি গণতান্ত্রিক মূল্যবোধ এবং দারিদ্র্য দূর করার প্রচেষ্টার জন্য এবং তাঁর প্রতিশ্রুতির জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। তিনি সর্বদা দরিদ্র ও প্রান্তিকদের কল্যাণে কাজ করেছেন।’ Modi pays tribute to ex-PM Chandrasekhar’s birthday

উল্লেখ্য, চন্দ্র শেখর ভারতের অষ্টম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১০ নভেম্বর, ১৯৯০ থেকে ২১ জুন, ১৯৯১ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস বাইরে থেকে চন্দ্র শেখরের জনতা দলকে সমর্থন দিয়েছিল।

Modi pays tribute to ex-PM Chandrasekhar’s birthday

আরও পড়ুন: Union Education Minister Dharmendra Pradhan কর্মসংস্থানমুখী শিক্ষা হলে দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সমৃদ্ধ হবে : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular