ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি : Missile Landing in Pakistan পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র অবতরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। একটি বিবৃতিতে জানান হল, ‘২০২২ সালের ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হয়। ফলে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় অবতরণ করেছে। স্বস্তির বিষয় যে দুর্ঘটনার কারণে কোনও প্রাণহানি হয়নি। ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার।’
এদিকে পাকিস্তানের জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার মধ্যে ৪০ হাজার ফুট উচ্চতায় ১০০ কিলোমিটারের বেশি ঢুকে পড়েছিল। এটি অবতরণের আগে শব্দের তিনগুণ গতিতে নেমে আসে। ক্ষেপনাস্ত্রটিতে কোনও ওয়ারহেড ছিল না তাই এটি বিস্ফোরিত হয়নি। পাকিস্তান ভারতকে সতর্ক করে বলেছে এই ধরনের অপ্রীতিকর পরিণতি সম্পর্কে সচেতন হতে এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে।
Missile Landing in Pakistan
আরও পড়ুন : Fire at Delhi’s Gokulpuri দিল্লির গোকুলপুরীতে ভয়াবহ আগুন, মৃত ৭
————
Published by Subhasish Mandal